প্রলয়ংকরী রূপ ধারণ করে ধেয়ে আসছে বাংলাদেশের আয়তনের চেয়েও বড় ঘূর্ণিঝড় ‘ফণী’। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে ফণী প্রবল শক্তি সঞ্চয় করে সুপারসাইক্লোনে পরিণত হয়েছে।
আশংকা করা হচ্ছে আগামী শনিবার দিন বাংলাদেশে এটি আঘাত হানবে। সরাসরি-
এই মুহূর্তে করনীয়-
ঘূর্ণিঝড়ের আগে করনীয় –
*গুজব এড়িয়ে চলুন, ধৈর্য্য ধরুন, আতঙ্কিত হবেন না।
*সঠিক তথ্যের জন্য টিভি/ রেডিও বা পএিকার সাহায্য নিন।
* যোগাযোগের জন্য ফোনে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন।
*মূল্যবান কাগজ/ দলিল নিরাপদ পানি নিরোধক পাএে রাখুন।
*ঘরে শুকনো খাবার যেমন- চিড়া/মুড়ি, পরিস্কার পানি কাছে রাখুন।
*গবাদি পশু নিরাপদ উঁচু স্থানে রাখুন
*ফার্স্ট এইড সাথে রাখুন।
ঘূর্নিঝড় চলাকালীন ও পরে-
*বাসা দূর্যোগ সহনীয় না হলে তাড়াতাড়ি নিকটবর্তী স্লাইকোন সেন্টারে চলে যাওয়া। *বাসার বিদুতের লাইনের মেইন সুইচ বন্ধ করা।
*গ্যাসের লাইন বন্ধ করা।
* ঘরের দরজা জালানা বন্ধ রাখা।
*রেডিও শুনা এবং সঠিক তথ্য জানা
*ঝড় চলাকালীন খোলা মাঠ/ ভাঙা বাড়ি/ গাছের নিচ এসব জায়গা এড়িয়ে চলা।
+1
+1
+1
+1
+1
+1
+1