” আপনার বন্ধু পরিবর্তন করুন যদি তারা ব্যবসা, সম্পদ এবং নতুন সুযোগগুলি নিয়ে অসচেতন থাকে।”
আমাদের জীবনে বন্ধুর প্রভাব কে না স্বীকার করে! তবে পেশাগত জীবনেও বন্ধুর অবদান আছে সেটা শুনতে অদ্ভুত হলেও সত্য।বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা হচ্ছে ব্যবসা।আর সফল ব্যাবসায়ী হতে হলে একটি বন্ধুর প্রভাব কতটুকই হতে পারে তাই জানব আজকে।
বর্তমানে ইতোমধ্যে বিজ্ঞান নিশ্চিত করেছে যে,মানুষ তার সহচরী অন্যের কাছ থেকে সবচেয়ে প্রভাবিত হয়।এজন্যই সবাইকে বন্ধু নির্বাচনে বেশি সচেতন হতে হবে।কথায় আছে “সঙ্গ দোষে লোহা ভাসে”। মানে হল একজন ভালো বন্ধু যেমন জীবনকে নতুন করে পালটে দেওয়ার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় ঠিক একটি খারাপ বন্ধু জীবন বিপর্যয়ের কারণ হতে পারে।
এক গবেষণাতেও বলা হয়েছে যে, আমাদের সারাদিনের কার্যক্রম ৫ জন সহচরের কার্যক্রমের গড়। কথাটা একটু অবাক করা হলেও একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সারাদিনে আপনার বন্ধুদের সাথে চলা সবার চিন্তা-চেতনা ও কাজের সাথে আপনার মিল আছেই।তবে বন্ধু তো সবার অনেক হতে পারে।তাই বন্ধুত্বের সাথে থাকা চাই আন্তরিকতা ও ব্যাক্তিগত সুসম্পর্ক।
উদাহরণ হিসেবে বলা যায়, বিল গেটস তার সাফল্যের পেছনে তার বন্ধু ওয়ারেন বাফেটের কৃতিত্ব নিঃসন্দেহে স্বীকার করেন। কিন্ত এমন টা না যে শুধু বন্ধুই উন্নতি করে দিবে, তার জন্য চাই নিজ প্রচেষ্টা, পরিশ্রম ও সঠিক উদ্যোক্তা হওয়া। আজকের প্রজন্মের যত মিলিয়নেয়ারের অর্থাৎ কোটিপতির শতাংশ আছে, তারা তাদের পিতৃপুরুষদের কাছ থেকে তাদের অর্থ উত্তরাধিকারসূত্রে পায় নি।
পরিবর্তে তারা কি করেছে! তারা তাদের সঠিক জায়গায় পৌঁছানোর জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করেছে এবং তাদের ভাগ্য অর্জন করেছে,পালটে দিয়েছে ভাগ্যের নির্ভরশীলতা। মূলত এক্ষেত্রে সফলতার সবচেয়ে বড় হাতিয়ার আত্মবিশ্বাস পাশাপাশি অর্থোপার্জনের সাহস, ঝুঁকির জন্য সাহসীকতা।
আবার বন্ধুর প্রভাবের সবচেয়ে ভালো উদাহরণ হল- আজকে বন্ধুমহলে যদি কেউ একটি বিখ্যাত কোম্পানির গাড়ি নিয়ে কথা বলে, আমরা অন্তত পুরান গাড়িটাকে রঙ করে নতুন বানানোর চিন্তা নিয়ে ব্যাস্ত হব।আবার যখন ব্যবসার খারাপ দিক ও সচেতনতা নিয়ে কথা বলে তখন আপনার মনোভাব ও পদক্ষেপ সঠিক থাকবে।
সবাই জীবনে উন্নতি করতে চাই।আর সে উন্নয়নের সহযোদ্ধা হিসেবে ব্যবসায় আপনার বন্ধুই শ্রেয়। ব্যবসায় সফল বন্ধুর নিজেকে ঘিরে রাখার কারণটি আরও ভাল ব্যবসায়ের সুযোগের জন্য মানসিকতা পরিবর্তন হয়।
তবে ব্যবসায় বাস্তবতাটা হলো যে সমস্ত বন্ধুরা সম্পদ, অর্থ, ব্যবসায় সম্পর্কে কথা বলে তারা অবশ্যই ভবিষ্যত নিয়ে সচেতন আর আপনার অসচেতনতার জন্য সে আপনার সাথে থাকবে এটাও অনিশ্চিত। তারা সফলদের সাথে বসে এবং তাদের আলোচনা ও মনোভাব ও হয় ভিন্ন।
তাই বন্ধু নির্বাচনে সচেতন হোন পাশাপাশি ব্যবসায় বন্ধুর প্রভাব ও অবদান বুঝতে সক্ষম হোন।