যুক্তরাষ্ট্র সরকার মুঠোফোন কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন কোম্পানি গুগুলের পণ্য এন্ড্রয়েড হুয়াওয়ে ফোনে তাদের সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। এন্ড্রয়েড এর পরবর্তী ভার্সন গুলো হুয়াওয়ে ফোনে আপডেট হবেনা।তবে গুগলের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান ব্যবহারকারীরা গুগুল প্লে এবং গুগল প্লে প্রটেক্টের মত সুবিধাগুলো পেতে থাকবেন।
এতে বিপদের মুখে পড়বে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা। কারণ তারা মার্কিন প্রতিষ্ঠান গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্ভরশীল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে মার্কিন বাণিজ্য বিভাগ হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় মার্কিন কোন প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার পণ্য বিক্রয় করতে পারবে না।
হুয়াওয়ের পক্ষ থেকে পরিস্থিতি সামলে উঠার কথা বলা হয়েছে। তবে সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যারের জন্যেও চীনা প্রতিষ্ঠানটি মার্কিন আরও কিছু প্রতিষ্ঠান যেমন- কোয়ালকম, ইন্টেলের উপর নির্ভরশীল। এসব প্রতিষ্ঠান থেকে যন্ত্রাংশ কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার মুখে পড়বে হুয়াওয়ে।
যতদিন android os ব্যান থাকবে ততদিন huawei নতুন কোনো android ফোন বাজারে আনতে পারবে না।আর যদি আনতে চায় তবে সেক্ষেত্রে তাদের বিকল্প কোনো operating system(os) ব্যাবহার করতে হবে ios।। এখন যদি ব্যান withdraw না হয় তাহলে huawei নিজেরা আলাদা os নিয়ে নতুন সেট মার্কেটে আনবে।