ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি ‘Pothos ivy’ নামক একটি চারা গাছের উদ্ভাবন করেছে যা বাতাস থেকে ক্ষতিকর ক্লোরোফর্ম এবং বেনজিন দূর করবে।
আমরা সবাই আমাদের বাড়ির ভেতরের বাতাস পরিষ্কার রাখতে চাই। যার ফলে আমরা অনেকেই ‘হেপা ফিল্টার’ব্যবহার করি যা বাতাসের ধূলাবালি দূরীকরণে সহায়তা করে। কিন্তু কিছু অতি ছোট ক্ষতিকর উপাদান এই ফিল্টার দ্বারা দূরীকরণ সম্ভব হয় না। যেমন : ক্লোরোফর্ম এর ছোট অণু।
গবেষকদের নতুন উদ্ভাবিত ‘Pothos ivy’ নামক চারাটি 2E1 নামক এক প্রকার প্রোটিন ছাড়ে যা ক্লোরোফর্ম , বেনজিনের মতো ক্ষতিকারক যৌগকে অণুতে রুপান্তর করে এবং যা চারা গাছ গ্রহণ করে নিজের বৃদ্ধিতে কাজে লাগায়। 2E1 নামক প্রোটিনটি ক্লোরোফর্মকে কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরাইড আয়ন এবং বেনজিনকে ফেনল এ পরিণত করে। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরাইড আয়ন খাদ্য উৎপাদনে ব্যবহার করে এবং ফেনল কোষ প্রাচীরে সাহায্য করে।
সিভিল ও পরিবেশ প্রকৌশল বিভাগের গবেষক Long Zhong বলেন , ‘এই পুরো প্রক্রিয়াটি দুই বছরের বেশি সময় নিয়েছে। যা অন্যান্য চারা গবেষণার তুলনায় অনেক বেশি। আমরা এটা কয়েক মাসের মধ্যেও সম্পন্ন করতে পারতাম। কিন্তু আমরা চেয়েছিলাম এটা এমন এক চারা গাছে (Pothos ivy) করতে যে যেকোনো পরিবেশে ও পরিস্থিতিতে জন্মাতে সক্ষম। ’
+1
+1
+1
+1
+1
+1
+1