বর্তমান প্রজন্মের ৯৫% মানুষ আজ প্রযুক্তিমুখী যার বিশাল অংশ যুক্ত রয়েছে সোস্যাল মিডিয়া অর্থ্যাৎ ফেসবুক,টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে। এগুলোর সবগুলোই বিদেশি প্রতিষ্ঠান।
বাংলাদেশে এই প্রথম তৈরি হচ্ছে ফেসবুকের মতো সোস্যাল মিডিয়া এইমবুক ডট নেট। বড় পরিসরে প্রথম বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম।
শুরুটা হয়েছিল প্রায় দেড় বছর আগে। সম্প্রতি গুগল প্লে-স্টোরে এসেছে যার আলফা ভার্সন।
লিংক-https://play.google.com/store/apps/details?id=com.aimbook.timeline
আগামী তিনমাসের মধ্যেই প্লে-স্টোরে চলে আসবে এইমবুকের বেটা ভার্সন।
![]() |
এছাড়া ওয়েবসাইট aimbook.net এর মাধ্যমে পূর্ণ সদস্য হতে পারবে যে কেউ এবং এক্সেস করতে পারবে ফেসবুকের মতো প্রায় সব ফিচার।
শুরু থেকেই এর ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন নতুন সব ফিচার। আর তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যোগাযোগের সব চাহিদাই মেটাতে চান এর উদ্যোক্তারা। এছাড়াও এইমবুকে থাকছে প্রো-মেম্বারশীপ সুবিধা,থাকছে ব্লগ সেকশন এবি নিজস্ব আর্টিকেল প্রকাশের সুযোগ।
ডিজিটাল মার্কেটিং সহ দারুনসব ফিচার নিয়ে পূর্ণরুপে সচর হতে চলেছে সম্পুর্ণ দেশী সোস্যাল মিডিয়া সাইট ৷
![]() |
ব্যবহারকারীরা সন্তুষ্ট এবং দেশের প্লাটফর্ম হিসেবে গর্ববোধ করছে, তবে তারা ইন্টারফেসের এবং অ্যাপ ইউটিলিটির উপর জোড় দিতে তাগিদ দিয়েছেন।
তবে ফেসবুকের মত এতো বড় প্লাটফর্মের পাশাপাশি জেনারেশনের কে এইমবুক মুখী করতে আরও জোড় দিতে হবে এর উন্নয়নে৷ এ ধরনের বড় উদ্যোগকে এগিয়ে নিতে এখনও প্রস্তুত নয় বাংলাদেশ, বলে মনে করেন প্রযুক্তিবিদরা। প্রযুক্তিবিদরা এমনটা মনে করলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।