চাইনিজ টেক জায়ান্ট Xiaomi এর সিইও লিই জুন মঙ্গলবার জানিয়েছেন যে, Xiaomi ২০২৪ সালের মধ্যে নিজস্ব ইলেকট্রিক গাড়ি এর বড় রকমের উৎপাদন শুরু করবে।
প্রথমে তিনি কোম্পানির ‘ইনভেস্টর ডে’তে এবং পরবর্তীতে চীনের টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উয়েইবো’তে পোস্ট আকারে এ বিষয়টি জানান। মঙ্গলবার একারণেই হংকং-এ Xiaomi’র শেয়ার এক লাফে ৫ শতাংশ বৃদ্ধি পায়। মার্চ মাসেই Xiaomi বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতায় প্রবেশের ঘোষণা দিয়েছিল এবং বলেছিল তারা আগামী ১০ বছরে এই ব্যবসায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। গত মাসে, Xiaomi আনুষ্ঠানিকভাবে তার বৈদ্যুতিক গাড়ির ব্যবসা ‘Xiaomi EV, Inc’ নামে নিবন্ধিত করে।
চীনের ইলেকট্রিক গাড়ীর বাজারে এখন নতুন নতুন প্রতিদ্বন্দ্বীদের আগমন ঘটছে। চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট ‘Baidu’ জানুয়ারিতে স্বতন্ত্র ইলেকট্রিক গাড়ীর কোম্পানি চালু করেছে এবং সে ব্যবসার জন্য একজন সিইও নিয়োগ করেছে। Xiaomi যখন আনুষ্ঠানিকভাবে ইলেকট্রিক গাড়ীর বাজারে প্রবেশ করবে, তখন তাদেরকে ‘Neo’ এবং ‘Xpeng’ এর মতো চীনা প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি এলন মাস্কের ‘Tesla’ ও ‘BYD’ এর মতো বৃহত্তর ইলেকট্রিক গাড়ীর কোম্পানিদেরও মুখোমুখি হতে হবে।
চীনের ইলেকট্রিক গাড়ীর বাজারে গত কয়েক বছরে সরকারি সমর্থন রয়েছে, যা এ শিল্পের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করেছে। যদিও সহায়তা কিছু কমানো হয়েছে, কিন্তু তারপরও এ শিল্প প্রতিনিয়ত বেড়ে উঠছে। মার্কেট রিসার্চকারী সংস্থা Canalys পূর্বাভাস দিয়েছে ২০২১ সালের মধ্যে চীনে ১.৯ মিলিয়ন ইলেকট্রিক গাড়ী বিক্রি হবে, যা প্রতিবছর ৫১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। আশা করা যায় Xiaomi এর নিজস্ব ইলেকট্রিক গাড়ি এই মার্কেটে নিজেদের প্রভাব ধরে রাখতে পারবে।
তথ্যসূত্র : CNBC
সাআদ বিন শরীফ/ নিজস্ব প্রতিবেদক