এরোসল বায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত বায়ু বা গ্যাসীয় পদার্থের সূক্ষ্ম কোনো কঠিন কণা বা তরল ফোঁটার সাসপেনশন। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন এরোসল কণার ৩ টি তরল পর্যায়!
এরোসল বায়ুর গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কণাগুলো সূর্যের রশ্নি শোষণ করে প্রতিফলিত হয় এবং জলবায়ু ব্যবস্থাকেও প্রভাবিত করে। ২o১২ সালের আগে বিজ্ঞানীরা ধারণা করতেন এরোসলের শুধুমাত্র ১টি পর্যায় আছে। কিন্তু ২o১২ সালে সর্বপ্রথম ব্রিটিশ কলোম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বায়ুমন্ডল থেকে সংগ্রীহত এরোসল কণার ২টি তরল পর্যায় আবিষ্কার করেন।
সম্প্রতি ব্রিটিশ কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেন এরোসলের ৩টি তরল পর্যায় রয়েছে। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর বায়ুমন্ডলে বায়ু দূষণকারী পদার্থ সম্পর্কে বিস্তারিত জানতে ঐ ৩টি পর্যায় খুবই সহায়ক।
বিজ্ঞানীদের মতে, আবিষ্কার হওয়া এরোসল কণার এই ৩টি তরল পর্যায় যথাক্রমে সামান্য পোলার, মাঝারি পোলার এবং লবণাক্ত পানির সমন্বয়ে গঠিত।
রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ অ্যালান ব্রার্টাম বলেন, “বায়ুমন্ডলে বেশ কয়েক ধরণের এরোসল কণার উপস্থিতি রয়েছে এবং সেগুলো বেশির ভাগই পাওয়া যায় শহরের বায়ুতে এবং সেখানে প্রায়ই এরোসলের ৩টি স্বতন্ত্র তরল পর্যায় দেখা যায়”।
এরোসলের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো বায়ুর গুণগত মান রক্ষা করতে এবং জলবায়ু পরিবর্তন নীতি সম্পর্কিত মডেল উন্নত করতেও খুবই সহায়ক। বায়ুতে উপস্থিত এরোসলের যে ৩টি পর্যায় রয়েছে, তা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা এরোসল উপাদানের একটি মিশ্রণ তৈরি করেন এবং সেখানে সলভোক্রোমিক ডাই যুক্ত করেন। অতঃপর বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেন, এরোসলের কণাগুলো ৩টি ভিন্ন রং ধারণ করেছে এবং তখন বিজ্ঞানীরা নিশ্চিত হন, এরোসলের ৩টি তরল পর্যায় রয়েছে। এরপর বিজ্ঞানীরা এরোসল কণার ৩টি পর্যায় নিয়ে গবেষণা করেন, যেমন- কিভাবে কণাগুলো গ্যাসের ভিতরে প্রবেশ করে এবং বাইরে বের হয়ে আসে।
ডঃ ব্রার্টাম বলেন, আবিষ্কৃত এরোসলের ৩টি পর্যায় বায়ুমন্ডলের গুণগত মান এবং জলবায়ু সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে খুবই সহায়ক। আগামী ৫o বছর বায়ুমন্ডলে কি কি ঘটতে পারে তার পূর্বাভাসও জানা সম্ভব হবে। তাই আবিষ্কৃত এরোসলের ৩টি পর্যায়ের একটি উন্নত মডেল তৈরি করা উচিত।
আমেনা আঁখি/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্র : Scitechdaily, Techexplorist