চাকুরী কিংবা কোন নিয়োগ পরীক্ষার জীবন বৃত্তান্তের পাতায় এখন নতুন করে একটি ঘর যোগ হয়েছে, আর তা হলো ফেসবুক প্রোফাইলের লিংক। দিন দিন ফেসবুক আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠছে। পেশাদারী জীবনে– এখন ফেসবুক প্রোফাইলের প্রাধান্য বিগত কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। কয়েক বছর আগেও ফেসবুক যখন ছিলো স্রেফ বিনোদনের মাধ্যম এখন তা হয়ে উঠেছে ব্যক্তিত্বের প্রতিফলক!
কয়েক বছর ধরে ফেসবুক ব্যবহারের ফলে আপনি হয়তো পোস্ট করেছেন শত শত ভাবনা কিংবা শেয়ার করেছেন এমনও কিছু যা বর্তমানে আপনাকে অস্বস্তি ফেলে দিচ্ছে। যেমনটি নবম দশম শ্রেণীতে থাকার সময় কিশোর মনের কৌতুহলবশত যেসব জিনিস আপনি পোস্ট করেছিলেন, আজ ১০ বছর পর হয়তো আপনার কাছে তা ভালো নাও লাগতে পারে! সেই ক্ষেত্রে আপনি এক ক্লিকেই ডিলিট করে দিতে পারেন পূর্ববর্তী এমন সব পোস্ট যা আপনার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই বছরের জুনে ফেসবুক “a new bulk-delete feature” নামের সেবাটি চালু করার ঘোষণা দেয়, মোবাইল ভার্সন এর ক্ষেত্রে যার নাম দেওয়া হয় “Manage Activity” এবং এর মাধ্যমে আপনি সহজেই পূর্ববর্তী করা পোস্টগুলো চাইলেই নিমেষে মুছে দিতে পারেন! মোবাইল ভার্সনে প্রাপ্ত এই সেবার আওতায় আপনি চাইলে অনাকাঙ্ক্ষিত পোস্ট গুলোকে প্রথমে ফিল্টার করে আলাদা করে নিতে পারবেন। যার ফলে আপনার পছন্দের পোস্ট গুলো মুছে যাওয়ার কোন সম্ভবনাই নেই!

যেভাবে কাজ করে “Manage Activity” ফিচারটিঃ
* প্রথমে আপনার প্রোফাইলের “Add Story” পরবর্তী তিনটা ডটে (…) ট্যাপ করতে হবে।
* এরপর আপনার প্রোফাইলের “Activity log” অপশনটি নির্বাচন করতে হবে।
* এখন আপনি “Activity log” এর পেইজের শীর্ষে “Manage Activity” চিহ্নিত স্থানে ট্যাপ করতে হবে।
* এখন আপনি “Manage Activity” এর একটি ছোট্ট নোটিফিকেশন পাবেন (পপআপ) সেখান থেকে “Your post” সিলেক্ট করুন।
* আপনি এখন “Manage Your Posts” পেইজে অবস্থান করছেন। এই পেইজটির শীর্ষে ফিল্টার, আর্কাইভ এবং ট্র্যাশ নামক তিনটি অপশন পাবেন।
* ফিল্টার অপশন আপনাকে সাহায্য করবে কোন পোস্ট গুলো আপনি বাছাই করতে চাইছেন (যাতে সব পোস্ট মুছে না যায়) আপনি ক্যাটাগরি অনুসারেও পোস্ট সিলেক্ট করতে পারবেন। যেমনঃ ছবি, অ্যালবাম, কিংবা অন্য অ্যাপসের কোন শেয়ার করা কোন লিংক।

* এবার আপনি আর্কাইভ অপশন নির্বাচন করলে আপনার ফিল্টার করা পোস্ট গুলো আর্কাইভে চলে যাবে যা শুধু পরবর্তীতে আপনার কাছেই দৃশ্যমান হবে ও কখনো মুছে যাবেনা।
* ট্র্যাশ অপশন নির্বাচন করলে আপনার পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিনের মাঝে মুছে যাবে, যা আপনি পুনরুদ্ধার করতে পারবেন না।
ফেসবুক থেকে পোস্ট মুছে দেয়ার সেবা আগে থেকে রইলেও, বৃহৎ আকারে এভাবে একসাথে অনেক পোস্ট মুছে দেয়ার সেবা এটিই প্রথম। ফেসবুকের ভাষ্যমতে, এই সেবাটি কেবল এখন পর্যন্ত মোবাইল ভার্সন এর জন্য রয়েছে, তবে খুব দ্রুতই এর ডেস্কটপ ভার্সন আসতে চলেছে।
এ এন এম নাঈম/ নিজস্ব প্রতিবেদক
+1
5
+1
6
+1
2
+1
9
+1
2
+1
2
+1
5