কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটি গুজব ছড়িয়ে পড়ে,এই গুজব আরও বেশি বেগ পায় আজ হলিউডের জনপ্রিয় মুভি “ব্ল্যাক পান্থার”-র হিরো চ্যাডউইক বোসম্যানের কোলন কান্সারের দরুন মৃত্যুতে। গুজবটি এরকম-
বলিউডের ইরফান খানের পরে; হলিউডের চ্যাডউইক বোসম্যান মারা গেলেন কোলন ক্যান্সারে। কোলন ক্যান্সারের অন্যতম কারণ দ্রুত মলত্যাগ করা ও মলত্যাগ করতে বসার পদ্ধতি। প্রচলিত লো-কমোড ওয়াশরুমের চেয়ে হাই-কমোড/সিটিং কমোডে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সিটিং কমোডে পায়ুনালী সোজা না হয়ে, বাঁকানো থাকে৷ ফলে পরিপূর্ণভাবে মলত্যাগ হয় না। যা ক্ষতের সৃষ্টি করে, ইহা পর্যায়ক্রমে ক্যান্সারে পরিণত হতে পারে। বিলাসিতার জন্য সিটিং কমোড এখন বহুল ব্যবহৃত হয়, তবে পায়ুনালী সোজা রাখতে পায়ের তলায় প্লাস্টিকের টুল ব্যবহার করতে পারেন।
চলুন দেখে নেয়া যাক বৈজ্ঞানিক গবেষণা কী বলে ?
RESULTS
In logistic regression analysis, the crude and adjusted ORs (95% CIs) for using sitting toilets in any decade were 1.20 (0.89 – 1.61) and 1.07 (0.72 – 1.59), respectively. Also, the crude and adjusted ORs (95% CIs) for using 10 more years of sitting toilets were as 1.16 (0.92 – 1.47) and 1.02 (0.74 – 1.40), neither of which indicated a statistically significant increase in risk.
CONCLUSION:
Our study did not support an appreciable role for using sitting toilets as risk factors for CRC