গত কয়েক বছর ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীদের ভাবনায় রয়েছে একটাই প্রশ্ন, নতুন আরো একটি গ্রহ কি আমাদের সৌরজগতে -র বাহিরে রয়েছে? কিন্তু কয়েক বছরের গবেষণার পরে জ্যোতির্বিজ্ঞানীরা এমন কোনো গ্রহের অস্তিত্ব খুঁজে পাননি।
গভীর অন্ধকারঃ
নেপচুনের পরে সৌরজগত পর্যবেক্ষণ করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ আমরা যা খোঁজার চেষ্টা করছি তা খুবই ছোট আর অনেক দূরে। ফলে তাদের খুঁজে বের করা সহজসাধ্য নয়। ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের পর এ খাতে পরবর্তী সাফল্য আসে ১৯৯২ সালে, যখন জ্যোতির্বিজ্ঞানীরা ক্যুইপার বেল্ট* এর সন্ধান লাভ করেন।
২০০৩ সালে বিজ্ঞানীরা খুঁজে পান সবচেয়ে অদ্ভুত eTNO(extreme trans-neptunian objects*) যার নাম Sedna। Sedna বৃহৎ, প্লুটোর অর্ধেক, কিন্তু এর কক্ষপথটি খুবই অদ্ভুত।
নয় এর ঘটনাঃ
Sedna গ্রহ-সদৃশ বিরাটাকার একটি বস্তু হওয়া সত্ত্বেও এত বড় ও আলাদা একটি কক্ষপথ পেল কিভাবে যা সৌরজগত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি? হয়ত সেখানে এমন কিছু রয়েছে, যা Sedna কে ধরে রেখেছে নিজের জায়গায়।
সম্প্রতি বিজ্ঞানীরা আরো কিছু eTNO এর দেখা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একই রকম কক্ষপথ অধিকৃত আধ ডজন বস্তু। এরকম অদ্ভুত কক্ষপথ যুক্ত বেশ কিছু eTNO পাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এর সবচেয়ে ভালো ব্যাখ্যা যা দিতে পারে তা হল নতুন একটি গ্রহ, প্ল্যানেট নাইন (আরো উপযুক্ত কোনো নাম পাওয়ার আগ পর্যন্ত) যা ওই eTNO গুলোর কক্ষপথের প্যাটার্ন তৈরি করছে।
কিন্তু এখনো আট ই রয়েছেঃ
এই বিতর্কটি অযৌক্তিক নয়। ইউরেনাস এর কক্ষপথ ব্যাখ্যা করতে অনবগত হওয়া নেপচুনের আবিষ্কার করার পথ খুলে দিয়েছিলো। এবং এর পরে একই রকম আরো eTNO পাওয়া গেছে।
কিন্তু প্ল্যানেট নাইনের কথা আলোচনায় আসার পর থেকে আজ অবধি এর কোনো ছবি তোলা সম্ভব হয়নি। কারণ যদি প্রকৃতই প্ল্যানেট নাইন থেকে থাকে, তা খুবই ছোট ও দূরে, ফলে এর স্থান নির্ণয় করা কঠিন।
একইসাথে প্ল্যানেট নাইন এর অস্তিত্বই eTNO ব্যাখ্যার শেষ কথা নয়। হতে পারে eTNO গুলো দেখতে ভিন্ন লাগছে কারণ এদের ব্যাপারে জানা এখনো শেষ হয়নি।
এছাড়াও সৌরজগতে -র গঠন সম্পর্কে জানা বর্তমান তথ্য দিয়ে প্ল্যানেট নাইন এর অস্তিত্ব জানা সম্ভব নয়।
সুতরাং তথাকথিত প্ল্যানেট নাইন এর ছবি পাওয়ার আগে বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চিত হচ্ছেন না।অতএব নতুন গ্রহ খোঁজার এ অভিযান চলবে।
*ক্যুইপার বেল্ট- বরফের তৈরি সৌরজগত গঠনের সময়কার উচ্ছিষ্ট অংশ, যা নেপচুনের পরে অবস্থান করে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।
*eTNO- Extreme trans-neptunian object, নেপচুনের কক্ষপথ যা থেকে অনেক অনেক দূরে অবস্থিত।
নুসরাত জাহান ফাইজা/ নিজস্ব প্রতিবেদক
+1
+1
+1
+1
1
+1
+1
+1