ইলেক্ট্রিক বাইকের এক নতুন দিগন্ত উন্মোচন করলো জাপানী গবেষকরা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এমন ছোট ও হালকা একটি বাইক তারা আবিষ্কার করেছেন যা খুব সহজেই ভাঁজ করে ব্যাগে ভরে বহন করা যাবে।
Portable and Inflatable Mobility এর সংক্ষিপ্ত Poimo (পোইমো) রাখা হয়েছে এই নতুন যুগের বাইকটির নাম। টোকিও বিশ্ববিদ্যালয়ের একটি টিম এই বাইকটি বানানোর আগে এমন কিছু বানানোর জন্য ভাবছিলেন যার মাধ্যমে খুব সহজেই ছোট ও মাঝামাঝি দূরত্বের পথ অতিক্রম করা যায়।
পোইমো আবিষ্কারের ক্ষেত্রে তারা ভাঁজ করা যায় এবং নিজের সাথে যেকোন জায়গায় নেওয়া যাবে এমন হালকা ওজনের দিকে বেশী গুরুত্ব দিয়েছেন। এটি অন্যান্য গণপরিবহনের সাথে ব্যবহার করা যাবে এবং খুব দ্রুত সময়ে একটি কার্যকর দূরত্বে যাত্রীকে পৌছে দিতে সক্ষম হবে, যা তারা বর্ণনা করেছেন “গতিশীলতার এক-মাইল” বলে।
যেসকল জায়গায় সহজেই গণপরিবহন পাওয়া সহজ হয়না অথবা যেসকল আশেপাশের এলাকায় যাওয়ার জন্য কোন ডিরেক্ট বাস বা ট্রেন এর প্রয়োজন পড়েনা সেখানে অনায়াসেই এটি ব্যবহার করা যাবে।
স্পেক্ট্রামের একটি রিপোর্ট অনুযায়ী, পোইমো প্রস্তুতে থারমোপ্লাস্টিক পলিইউরেথেন (টিপিইউ) নামক ফেব্রিকের সাথে ভাঁজক্ষম আয়তাকার ফ্রেম ব্যবহার করা হয়েছে।
বাইকটির সাথে একটি ছোট ইলেক্ট্রিক পাম্প দেওয়া হয় যেটি প্রায় এক মিনিট সময়ের মধ্যে ফেব্রিকটাকে সম্পূর্ণভাবে ফুলিয়ে দেয় আর এটি করার জন্য ইলেক্ট্রিক পাম্পটি প্রতি বর্গ ইঞ্চিতে ছয় থেকে সাত পাউন্ডের মতো চাপ সৃষ্টি করে যা একটি ফুটবলের চাপের অর্ধেক।
বাইকটির গঠন খুব সাধারণ, একটি ছোট ইলেক্ট্রিক মোটর ও একটি ওয়্যারলেস কন্ট্রোলার বাইকের হ্যান্ডেলবারের সাথে যুক্ত থাকে এবং রাবারের দুইজোড়া ছোট চাকা ভাঁজকৃত ফ্রেমের নিচের অংশে যুক্ত থাকে, এটুকুই।
পুরো যন্ত্রের গঠনটির ওজন প্রায় ১২ পাউন্ড বা প্রায় ৫.৫ কেজির কাছাকাছি হবে, তবে ভবিষ্যতে আরো কম ওজনের বাইক প্রস্তুত করতে তারা কাজ করে যাচ্ছেন।
টোকিওর দলটি পোইমোর একদম সাম্প্রতিক প্রোটোটাইপটি ২০২০ এইচ আর আই কনফারেন্সে অনুষ্ঠিত তাদের ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপস্থাপন করেন। যেখানে মানুষ ও রোবটের পারস্পরিক ক্রিয়া বিষয়ক বিভিন্ন গবেষণা নিয়ে একটি বার্ষিক সমাবেশ করা হয়।
যদিও তারা আশা করছে পোইমো একদিন একটি বাণিজ্যিক পণ্য হয়ে উঠবে তবুও গবেষণাকারী দলটি বলছে এখনকার প্রোটোটাইপটি সাধারণ জনগণের ব্যবহারের জন্য এখনও পুরোপুরি উপযুক্ত হয়ে ওঠেনি।
দলটি আশা করছে উত্তরোত্তর বাইকটির ক্রমবিকাশের সাথে তারা এটাকে আরো হালকা, আরো মজবুত এবং আরো আরামদায়ক করে তুলতে পারবেন।
নাহিদ সুলতানা তুলি/ নিজস্ব প্রতিবেদক