দৈনন্দিন জীবনে আপনি কতটা সুস্থ তা জানার জন্য দফায় দফায় চিকিৎসকের কাছে ছোটার প্রয়োজন হয় না। ব্লাডপ্রেসার কত, হৃদস্পন্দনের গতি স্বাভাবিক কিনা ইত্যাদি জানার জন্য স্মার্টফোন, স্মার্টওয়াচ তো আছেই।
কিন্তু এ বার এমন টয়লেট বা শৌচালয় তৈরি করা হয়েছে, যেখানে পা দিয়েই বুঝে যাওয়া সম্ভব আপনি কতটা সুস্থ বা আপনার কোনও অসুখ আছে কিনা! এক কথায় ‘স্মার্ট টয়লেট’।
স্মার্ট ফোন থেকে শুরু, ধীরে ধীরে সমস্ত কিছুই স্মার্ট হয়ে উঠছে। প্রয়ুক্তি স্মার্ট হতেই পারে, কিন্তু বর্তমানে এমনকিছু বস্তুর নামের আগে স্মার্ট কথাটি যুক্ত হচ্ছে, যা শুনে অবাক হচ্ছে মানুষ।
করোনা ভাইরাস আপডেট |
বিজ্ঞান যেভাবে লাফিয়ে লিফিয়ে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে স্মার্ট জিনিস দেখে আপনি হয়ত ভাববেন এটাও স্মার্ট হতে পারত। হ্যাঁ, বর্তমানে টয়লেট (কমোড) স্মার্ট হয়ে উঠেছে।
এই টয়লেট বানিয়েছে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। তাদের দাবি শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণের উপস্থিতি জানিয়ে দেবে এই কমোড। এছাড়াও শরীরের নিত্যদিনের হাল জানিয়ে দেবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য যে কৌশলের প্রয়োজন হয় তা সমস্তটাই রয়েছে টয়লেটের মধ্যে। লাগানো রয়েছে একটি ক্যামেরা, টেস্ট স্ট্রিপ।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি কাজে লাগিয়ে পরীক্ষা করা হবে আপনার মল ও মূত্র । উল্লেখ্য, দ্রুত সেই পরীক্ষার ফলাফলও পেয়ে যাবেন। তবে সবকিছুই অপারেট হবে অ্যাপের মাধ্যমে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা থাকবে অ্যাপে। আপনার লিভার, কিডনি কেমন আছে সেই বিষয়েও রিপোর্ট দেবে এই স্মার্ট টয়লেট।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক সঞ্জীব স্যাম বলেছেন, ‘আমাদের ধারণাটি ১৫ বছরের পুরোনো। এটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিল। এতে সাধারণ টয়লেটের মধ্যেই বিভিন্ন গ্যাজেট যুক্ত করা হয়।
এসব যন্ত্র বা বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে মোশন সেন্সিং ব্যবহার করে কয়েক ধরনের পরীক্ষা করা হয়। এতে মূত্র ও বর্জ্য দুই ধরনের পরীক্ষা করার সুযোগ থাকে।’
গবেষকেরা বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টের মতোই মানুষের অ্যানাল প্রিন্ট আইডি অনন্য। টয়লেটে ক্ষুদ্র স্ক্যানার থাকে, যা নিতম্ব স্ক্যান করে। এর মূল উদ্দেশ্য থাকে নিখুঁত ও একেবারে ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে। এর বাইরে ফ্ল্যাশ করার সময় ফিঙ্গারপ্রিন্টও পড়া যেতে পারে।’
করোনাভাইরাস প্রসঙ্গ-
- রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
- লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
- করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)
- ফ্যাক্ট চেক: (মিথ্যা) এক টুকরা লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস
- আমেরিকা বা চীনের ষড়যন্ত্র নয়।করোনাভাইরাস এসেছে প্রকৃতি থেকেই-গবেষণা
- করোনাভাইরাস স্মার্টফোনে প্রায় ৯ দিন জীবিত থাকতে পারে – গবেষণা
- করোনা ভ্যাকসিন বাজারজাত করতে বছর সময় লেগে যেতে পারে
- করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি পরীক্ষা