“শরীয়তপুর সাইন্স সোসাইটি” এর আয়োজনে শরীয়তপুর জেলার প্রায় ২৫ টি স্কুল এবং কলেজের অংশগ্রহণে ৯ই অক্টোবর আয়োজিত হলো “শরীয়তপুর সায়েন্স কার্নিভাল ২০১৯”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক “কাজী আবু তাহের”,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের প্রধান “মুনির হাসান”, শরীয়তপুর জেলার সহকারী জেলা প্রশাসক “আব্দুল্লাহ আল মামুন তালুকদার”,ভেদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার “সাব্বির আহমেদ”।
উক্ত প্রোগ্রামে সাইন্স অলিম্পিয়াড, বিভিন্ন ইনোভেটিভ প্রকল্প প্রদর্শনী হয়। শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রোজেক্ট বিচারক এবং দর্শকদের সামনে উপস্থাপন করে।
উক্ত প্রোগ্রামে প্রায় ১২০ টি টিম তাদের প্রোজেক্ট নিয়ে হাজির হয়। কমলা টি-শার্ট এবং হলুদরঙ এর স্টলের মাঝে আলো ছড়িয়ে দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয় শিশু -কিশোরদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প।
উক্ত প্রোগ্রামে সাইন্স অলিম্পিয়াডের ইভেন্টটি ছিল দলভিত্তিক এবং ওপেনবুক অর্থাৎ শিক্ষার্থীরা বইখুলে তারা সমস্যার সমাধান করতে পারবে।
উক্ত ইভেন্টে ষষ্ঠ, সপ্তম,অষ্টম শ্রেণির ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়, “ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়” এর টিম, টিমের সদস্যরা হলো হিমেল,এরিক,সানজিদ এবং মেহেদী।
এবং রানার আপ হয়,”চরভয়রা উচ্চবিদ্যালয়” এর টিমের সদস্যরা হলো হাসান,মাহিম,পাভেল,আলিফ এবং রাহাত।
নবম-দশম ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়,”চরফেলিজ জয়নাব স্কুল এন্ড কলেজ” এর টিম,টিমের সদস্যরা হলো মাইমুনা,সুমাইয়া এবং হোসনে আরা লিজা এবং রানার আপ হয়,”সরকারি ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয়” এর টিম,টিমের সদস্যরা হলো বুশরা এবং মনিশা।
এবং একাদশ-দ্বাদশ সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়,”সরকারি এম.এ.রেজা কলেজ”এর টিম,টিমের সদস্যরা হলো মোঃ আবু সাইদ সালেব,মোঃ শাহজালাল আকন এবং নাইমুর রহমান রাকিব।এবং রানার আপ হয়,”শহীদ সিরাজ শিকদার কলেজ” এর টিম,টিমের সদস্যরা হলো এমাদ এবং জনি।
উক্ত প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক “মুনির হাসান” ঘোষণা করেন এই প্রোগ্রামের সায়েন্স অলিম্পিয়াডে বিজয়ী টিম বাংলাদেশ জাতীয় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশগ্রহণ না করে সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।
আর প্রকল্প প্রদর্শনীতে ৯ টি টিমকে পুরুষ্কৃত করা হয়।
পুরুষ্কার প্রাপ্ত টিমগুলো হলো,
“ভেদরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়” এর টিম,টিমের সদস্যরা হলো অনিক,মানিক,তাশফিক,সামি।
“মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ” এর ৩ টি টিম, টিম-১ এ শাকেনা আকতার রিমি এবং টিম-২ এ ফীহিমা আয়নানি তাজরিয়ান এবং টিম-৩ এর সদস্যরা হলো
“আলহাজ্ব ইমাম-উদ্দিন উচ্চবিদ্যালয়” এর ৩ টি টিম, টিম-১ এ সুদীপ্ত পাল,আর্ঘ্য পাল শিখন,মোঃ নাফিস আহমেদ,সুমাইয়া শিমু এবং নাফিজা আকতার মুমু।
টিম-২ এর সদস্যরা হলো ফাহিমা ওয়াহিদা মাহিমা,কর্নিয়া ইসলাম,সামিয়া,মির্জাল ইসলাম প্রভা।
এবং টিম-৩ এর সদস্যরা হলো সৈকত আহমেদ নিহান,ওমর ফারুক অভি,ইরফান হাসান,মোঃ তাহসিন এবং মাহিম হাসান।
“পালং তুলাষার সরকারি উচ্চবিদ্যালয়” এর টিম, টিমের সদস্যরা হলো
“চরকুমারিয়া উচ্চবিদ্যালয়” এর টিম, টিমের সদস্যরা হলো লাবিব ইসলাম,আব্দুর রহমান রাব্বি,সাইফ আহমেদ, মইনুল ইসলাম,নিহাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের অতিথি “মুনির হাসান” শিক্ষার্থীদের ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াকে গুরুত্ব দেন। অতিথি শরীয়তপুর জেলার সহকারী জেলা প্রশাসক “আব্দুল্লাহ আল মামুন তালুকদার” আয়োজকদের উদ্দেশ্যে বলেন যে, এই ধরনের প্রোগ্রাম যাতে “শরীয়তপুর সায়েন্স সোসাইটি” প্রতি বছর আয়োজন করে এবং তিনি এই ধরনের প্রোগ্রামে সর্বাত্মক সহায়তা করবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানের অতিথি ভেদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার “সাব্বির আহমেদ” শিক্ষার্থীদের ইনোভেটিভ প্রকল্পের প্রশংসা করেন।