একদল জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের সর্বকালের সবচেয়ে দূরবর্তী বস্তু( trans-Neptunian object )আবিষ্কার করেছে। এটি প্রথম সৌরজগতের পাওয়া বস্তু যার দূরত্ব পৃথিবী থেকে সূর্যের ১০০ গুণ দূরত্বেরও বেশি।
১৭ ডিসেম্বর , সোমবার , ২০১৮ তে Internatonal Union’s Minor Planet Center কর্তৃক নতুন আবিষ্কৃত বস্তুটিকে 2018VG18 নামে অভিহিত করা হয়। যার আবিষ্কারক Scott.S Sheppeard , হাওয়াই বিশ্ববিদ্যালয়ের David Tholen এবং নর্দান এরিজনা বিশ্ববিদ্যালয়ের Chad Trujillo.
2018VG18 কে তার অত্যন্ত দূরবর্তী অবস্থানের ভিত্তিতে নামকরণ করা হয় “Farout”। যার দূরত্ব প্রায় 120 (AU=Astronomical Units) যেখানে 1(AU) দ্বারা পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বোঝানো হয়। সৌরজগতের দ্বিতীয় দূরবর্তী বস্তু “Eris” যার দূরত্ব প্রায় 96(AU) আর “Pluto” এর দূরত্ব 34 (AU) প্রায়।
শেপার্ড বলেন , “সৌরজগতের অন্য যেকোনো বস্তু অপেক্ষা 2018VG18 অধিক দূরবর্তী এবং ধীরে চলমান। তাই এর কক্ষপথ সম্পূর্ণ নির্ধারণ করতে কয়েক বছর সময় লেগে যাবে। ”
জাপান পরিচালিত হাওয়াই এবং চিলিতে অবস্থিত টেলিস্কোপ , মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় গুলোর যৌথ এই আবিষ্কার সত্যিই একটি আন্তর্জাতিক অর্জন।
+1
+1
+1
+1
+1
+1
+1