বড়দিনের প্রথমদিকে, ২১ শে ডিসেম্বর সন্ধ্যায় ঠিক সূর্যাস্তের পরে অবিশ্বাস্যভাবে বৃহস্পতি ও শনি গ্রহ খুবই নিকটে অবস্থান করবে। বৃহস্পতি ও শনি গ্রহ এতটাই নিকটে অবস্থান করবে যা পৃথিবী থেকে রাতের আকাশে সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। রাইস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিক হার্টিগান এক বিবৃতিতে বলেন, এই দুটি গ্রহের মধ্যে প্রান্তিকতা খুবই অসাধারণ এবং এরকম ঘটনা প্রতি ২০ বছর বা তারও বেশি সময় পর পর ঘটে থাকে কিন্তু এবার যা ৮০০ বছর পর হতে যাচ্ছে।
এই বছর গ্রীষ্মের পর থেকেই বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন, বৃহস্পতি এবং শনি গ্রহ ক্রমবর্ধমানভাবে একে অপরের নিকটে চলে আসছে এবং গ্রহগুলি মহাজাগতিক ভাবে একে অপরের সাথে খুব বেশি ঘনিষ্ঠ না হলেও, ২১শে ডিসেম্বর পৃথিবী থেকে গ্রহ দুটি নিকটে চলে আসার কারণে গ্রহ দুটিকে দ্বৈত গ্রহের মতো দেখাবে, এবং তাদের সম্মিলিত ব্যাস পূর্ণ চাঁদের এক-পঞ্চমাংশ পরিমাণ হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি এই দৃশ্যটি পরিষ্কারভাবে দেখা যাবে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে টেলিস্কোপ দিয়ে দৃশ্যটি পর্যবেক্ষণ করতে পারবে এবং সূর্যাস্তের পরে পশ্চিমাকাশে প্রায় এক ঘণ্টা পর্যন্ত এই দৃশ্যটি দেখা যাবে।
তবে যারা উত্তরাংশ থেকে দেখতে চাইবে তারা খুবই কম সময় অর্থাৎ গ্রহ দুটি দিগন্তের নিচে ডুবে যাওয়ার সময় এক ঝলক দেখতে পারবে। তবে সূর্যাস্তের এক ঘণ্টা পরে , নিউইয়র্ক এবং লন্ডন শহরের লোকেরা যদি প্রায় ৭.৫ ডিগ্রি এবং ৫.৩ ডিগ্রির দিগন্তের কাছাকাছি খুঁজাখুঁজি করে তাহলে তারা এই বিরল দৃশ্যটি আরো কিছুটা সময়জুড়ে পর্যবেক্ষণ করতে পারবে।
এবং যারা এস্ট্রোনমি নিয়ে আগ্রহী তাদের জন্য সুসংবাদটি হল, গ্রহগুলি নিকটে অবস্থান করার ফলে গ্রহ দুটিকে খুবই উজ্জ্বল দেখাবে এবং এই মহাজাগতিক দৃশ্যটি সব মানুষের জন্য একটি বিরল ঘটনা কারণ দুটি গ্রহের এমন বিরল ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল আজ থেকে ৮০০ বছর আগে; ১২ মার্চ, ১২২৬ সালে।
পুনরায় রাতের আকাশে বৃহস্পতি এবং শনি গ্রহকে আবার একত্রে দেখতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে ১৫ মার্চ, ২০৮০ সাল পর্যন্ত। এবং এরপর এই ঘটনাটি আবার ঘটবে ২৪০০ সাল- এ অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে আরো প্রায় ৪০০ বছর পর্যন্ত!
মোঃ মিরাজুল ইসলাম/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ সাইন্স এলার্ট, সাইন্সটেক ডেইলি