বৈশ্বিক প্রেক্ষাপটে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কারিগরি, প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশ কিছুটা উন্নতি করলেও শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বাংলাদেশের অবস্থান আগের মতই রয়ে গেছে।- গ্লোবাল নলেজ ইন্ডেক্স
দুবাইতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে ২০২১ সালের গ্লোবাল নলেজ ইন্ডেক্স (জিকেআই) প্রকাশ করেন। সেই তথ্যানুযায়ী, ২০২১ সালে ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশ ১২০ তম স্থানে অবস্থান করছে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বাংলাদেশের পয়েন্ট ১৯.২ এবং এই ক্ষেত্রে ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৬ তম স্থানে অবস্থান করছে।
সূচকটি তৈরি করতে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন এবং উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। বিভিন্ন সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশ তার সামগ্রিক স্কোর ২.২ পয়েন্টের উন্নতি করে মোট ৩৮.১ পয়েন্ট অর্জন করেছে। তবুও এটি বিশ্বব্যাপী গড় পয়েন্ট ৪৮.৪ এর চেয়ে অনেক কম।
এ বছর গ্লোবাল নলেজ ইনডেক্সের তালিকায় ৭১.৫ স্কোর নিয়ে সকলকে ছাপিয়ে সবার প্রথমে অবস্থান করছে সুইজারল্যান্ড। এ নিয়ে টানা পঞ্চম বারের মত দেশটি নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে এবার ৭০ স্কোর নিয়ে সুইডেন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছে।
আশ্চর্যজনকভাবে, এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪৬.৬ স্কোর নিয়ে এক ধাপ এগিয়ে ৮৬ তম স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা, যেখানে ২.৩ পয়েন্ট পিছিয়ে ভারত দ্বিতীয় অবস্থানে আছে। বিশ্বব্যাপী এবছর ভারতের অবস্থান ৯৭তম।
এরপর তৃতীয় স্থানে অবস্থান করছে ভুটান। বাংলাদেশ ৩৮.১ স্কোরসহ যথাক্রমে ৩৭.৯ এবং ৩৭.৪ স্কোরকারী পাকিস্তান (১২৩ তম) এবং নেপাল (১২৮ তম) কে পরাজিত করে চতুর্থ স্থানে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যেহেতু আফগানিস্থান নতুনভাবে প্রবেশ করেছে সেহেতু তাদের অবস্থান সবার নিচে।
অবাক করার মত বিষয়, যেখানে ভিয়েতনাম বাংলাদেশের চার বছর পর স্বাধীনতা অর্জন করে সেখানে তারা এই বছরও ৬৬ তম স্থানে তাদের অবস্থান অব্যাহত রেখেছে।
এই সূচকটি শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন এবং উদ্ভাবনসহ সাতটি সেক্টরের অধীনে ১৩৩ টি চলকের (ভেরিয়েবল) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি, এবং সাধারণ সহায়ক পরিবেশ।
বাংলাদেশ প্রাক- বিশ্ববিদ্যালয় সেক্টরে ৪৪.৭ স্কোর পেয়েছে। প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষার বাংলাদেশের স্কোর ৫১.৫। অন্যদিকে উচ্চশিক্ষা সেক্টরে বাংলাদেশের অবস্থান সবচেয়ে শোচনীয়। এবং উদ্ভাবন খাতে বাংলাদেশের স্কোর ১৯.২। আইসিটি সেক্টরে বাংলাদেশের স্কোর ২৮.৩। অর্থনীতি ও পরিবেশ সেক্টরে যথাক্রমে স্কোর ৪৬.৯ এবং ৪১।
২০২১ সালে গ্লোবাল নলেজ ইনডেক্স এর তালিকায় শীর্ষে থাকা দেশগুলো হলো- সুইজারল্যান্ড,সুইডেন, যুক্তরাষ্ট্র,ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক , যুক্তরাজ্য এবং চীন।
জীববৈচিত্র্যের এই পৃথিবীতে হরেক রকম কীট-পতঙ্গ, পাখি উড়ে বেড়ায়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখির বংশবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে শব্দ...