আপনি কি জানেন যে আকাশের রঙ সবুজ হতে পারে? সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের স্বপ্নের দুনিয়ায় শুধু আকাশের রঙ সবুজ কেন, আকাশ নিচে আর মাটি উপরে থাকলেও আমরা বিন্দুমাত্র অবাক হবো না। প্রশ্ন হলো, আমরা স্বপ্ন দেখি কেন?
ঘুমিয়ে আমরা কমবেশি সবাই স্বপ্ন দেখি। অধিকাংশ সময়ই স্বপ্নের না থাকে কোনো অর্থ, না থাকে কো্নো শৃঙ্খলা।
প্রাচীন মিশরীয়দের ধারনা ছিলো স্বপ্ন মানুষকে অন্যভাবে চিন্তা করতে সাহায্য করে। তাই তারা যুদ্ধ-পরিকল্পনা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার কাজে “স্বপ্নদ্রষ্টা“-দের সাহায্য নিতো। আবার গ্রীক আর রোমানদের মতে স্বপ্ন ভবিষ্যৎ দেখার একটি মাধ্যম ছিলো।
সময়ের সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা বদলালেও ১৯ শতকের শেষের দিকে বিখ্যাত মনোস্তাত্ত্বিক সিগমান্ড ফ্রয়েড এবং তার শিষ্য কার্ল জাং এর অবদানে স্বপ্ন সংশ্লিষ্ট অনেক আধুনিক তত্ত্বের কথা বিজ্ঞানীরা জানতে পারেন। ফ্রয়েডের মতে স্বপ্ন আমাদের মনের দমনিত ইচ্ছেগুলোরই প্রকাশ। যেহেতু আমরা বাস্তবে সে বাসনাগুলো পূরণ করতে পারি না, আমরা তা স্বপ্নের মাধ্যমে করার চেষ্টা করি।
কার্ল জাং তাঁর গুরুর সাথে কিছুটা একমত ছিলেন। তাঁর দাবি ছিলো যে, যদিও স্বপ্নের অনুপ্রেরণা মূলত অবচেতন মনই, গল্পের ইতি সেখানেই ঘটে না। বরং আমাদের মস্তিষ্ক অবচেতন মন থেকে চিন্তাগুলো নিয়ে নতুন এক গল্পের জাল বুনে, যা আমরা স্বপ্ন হিসেবে দেখি।
আধুনিক বিজ্ঞানীরা আবার স্বপ্নকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। পিইটি (PET) এবং এমআরআই (MRI) স্ক্যানের মাধ্যমে তাঁরা এই উপসংহারে পৌঁছেছেন যে, স্বপ্নের মাধ্যমে আমাদের মস্তিষ্ক অতিরিক্ত তথ্য বাদ দিয়ে দেয়, জরুরী তথ্য সংরক্ষণ করে ও আমাদেরকে বিপদ থেকে সাবধান করে।
পুরো প্রক্রিয়াটি ঘটে মস্তিষ্কের হিপোক্যাম্পাস (যা স্মৃতি নিয়ন্ত্রণ করে) আর নিওকর্টেক্স (যা উচ্চমাত্রার চিন্তা নিয়ন্ত্রণ করে) অঞ্চলে। ঘুমের ভেতর হিপোক্যাম্পাস তাদের সারাদিনের স্বল্পমেয়াদি স্মৃতিগুলো নিওকর্টেক্সে পাঠিয়ে নতুন স্মৃতি সংরক্ষণের জন্য প্রস্তুত হয়। নিওকর্টেক্স আবার সে স্মৃতিগুলো বাছাই করে দরকারিগুলো দীর্ঘমেয়াদী স্মৃতির কাছে পাঠিয়ে দেয়, আর বাকিগুলো অপসারণ করে। এতো সব স্মৃতির আনাগোনার মাঝেই কোনটা আমাদের মস্তিষ্কে অতিরঞ্জিত হয়ে ভেসে ওঠে, আর তাই আমাদের স্বপ্ন এমন উদ্ভট আকার ধারন করে।
সুতরাং, এরপর স্বপ্নে হাতিকে উড়তে দেখলেও মোটেই শঙ্কিত হবেন না। হয়তোবা কাছাকাছি কোনো সময় আপনি একটি হাতি এবং একটি প্লেন নিয়ে পৃথক দুইটি খবর দেখেছেন, আর তার ফল স্বপ্নে পাচ্ছেন। আপনি নিশ্চিন্তে স্বপ্ন দেখতে থাকুন।
প্রতি মাসেই পৃথিবী একটা নতুন চাঁদের দেখা পায়,কিন্তু গতমাসে এই সংখ্যাটি দুইয়ে উপনীত হয়েছে। ফেব্রুয়ারি ১৫,ভোর চারটা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের...