‘স্টেম সেল’ হচ্ছে একরকম নতুন সেল সরবরাহকারী।
এটি বিভাজিত হয়ে নিজেদের মত একাধিক কোষ বা অন্য ধরনের একাধিক কোষ তৈরি করতে পারে।
আমাদের স্বাস্থ্যের জন্য স্টেম সেল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে যখন কোনো সেল আঘাত প্রাপ্ত হয়, তখন এই কোষ সক্রিয় হয়ে ওঠে। এটি তখন আঘাতপ্রাপ্ত সেলকে প্রতিস্থাপন করতে সহায়তা করে। একই সাথে এই কোষ অকাল বার্ধক্য প্রতিরোধ করে।
স্টেম সেলগুলোর সম্ভাব্য ব্যবহারঃ
বিজ্ঞানীরা মনে করেন রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণঃ
১। ক্ষতিগ্রস্ত অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয়।
২। গবেষণা কোষে জিনগত ত্রুটি সনাক্ত করতে ব্যবহৃত হয়।
৩। শরীরে কোনো অঙ্গ বিকল হলে তা সনাক্ত করে।
৪। কিভাবে নির্দিষ্ট কোষ গুলোতে ক্যান্সার সৃষ্টি হয়, তা গবেষণা করতে এই কোষ ব্যবহৃত হয়।
৫। ঔষুধের সুরক্ষা ও কার্যকারিতার জন্য এটি ব্যবহার করা হয়।
স্টেমসেল (স্টেম কোষ) প্রধানত ২ প্রকার।
i) আদি স্টেম কোষ
ii) অ-ভ্রুণ (প্রাপ্ত বয়স্ক) স্টেম কোষ
আদি স্টেমসেল:
মানব ভ্রুণ যখন ৩-৫ দিনের হয়ে থাকে, তখন এর সৃষ্টি হয়। এগুলিকে প্লুরিপটেন্ট সেল বলা হয়।
অ-ভ্রুণ স্টেম সেলঃ
মানব দেহে উন্নত অঙ্গ এবং টিস্যুতে এগুলি পাওয়া যায়। শরীরের আঘাতপ্রাপ্ত স্থান প্রতিস্থাপনে সহায়তা করে এই স্টেম সেল।
উদাহরণস্বরুপ আমরা বলতে পারি যে, মজ্জায় অবস্থিত হেমোটোপয়েটিক কোষ হল প্রাপ্ত বয়স্ক স্টেমসেল।
হেমোটোপয়েটিক স্টেম সেল লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অন্যান্য রক্ত কণিকা তৈরি করে থাকে।
প্লুরিপটেন্ট স্টেম সেল (IPSC):
সম্প্রতি একটি গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, জেনেটিক ভাবে প্রাপ্ত বয়স্ক স্টেমসেলগুলো পুনরায় প্রোগ্রাম করলে ভ্রুন সেলের মত আচরণ করে।
কিভাবে রোগের বিকাশ ঘটে তা জানার জন্য বিজ্ঞানীরা ডি-ডিফারেনসিয়েট উপায় আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা আশা করেছেন যে, মানব ত্বক থেকে নতুন কোষ তৈরি করা যাবে এবং তা রোগের চিকিৎসা করার জন্য ও ব্যবহার করা যাবে।
কর্ড ব্লাড স্টেম সেল এবং অ্যামনিয়োটিক ফ্লুইডঃ
প্রসবের পরে কর্ড ব্লাড স্টেম সেল গুলো নাভি থেকে সংগ্রহ হয়। সেল ব্যাংকে হিমায়িত করা হয় সেই সব সেলকে। যেসব শিশু জিনগত রক্তের ব্যাধি দ্বারা আক্রান্ত ‘কর্ড ব্লাড স্টেম সেল‘ দিয়ে তাদের চিকিৎসা করা হয়।
স্টেম সেল গবেষণার উদাহরণঃ
বিশ্বব্যাপী সকল বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান বর্তমানে গবেষণা করছে এ ব্যাপারে। তাদের গবেষণার বিষয়বস্তু হলো কিভাবে স্টেম সেল অন্যান্য কোষে পরিণত হয় এবং কিভাবে নিয়ন্ত্রিত হয়,এবং সেই দিকেই বিজ্ঞানীরা মনোনিবেশ করেছেন।
নতুন ওষুধ পরীক্ষায় স্টেম সেলের ব্যবহারঃ
গবেষকরা নতুন ঔষুধের সুরক্ষা এবং কার্যকারিতা পরীক্ষা করতে স্টেমসেল ব্যবহার করছেন। মানব স্টেম সেলগুলো নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা করতে খুবই উপকারী এবং এতে করে ওষুধ পরীক্ষা করতে যেসকল প্রাণী ট্রায়াল হিসেবে ব্যবহার করা হয় তাদের উপর থেকে চাপ কমে আসবে ।
এগুলো পড়ুন
আসছে আরেক মহামারী, ভবিষ্যৎবাণী বিল গেটস-এর |
আমেনা আঁখি / নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ হেলথ লাইন