সারভাইভিং-৭১ হলো ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করা একটি 2D (2 Dimensional) অ্যানিমেটেড চলচ্চিত্র। স্বাধীনতাযুদ্ধ চলাকালীন পাকিস্তানী হানাদারদের হাতে ধরা পড়ে যাওয়া ৩ মুক্তিসেনার মুক্তিযুদ্ধে আসার পেছনের অনুপ্রেরণার স্মৃতিচারণ, ধরা পড়া ও সর্বশেষে চলন্ত ট্রেন থেকে তাদেরকে গুলি করে ফেলে দেওয়া, কি হয়েছিলো তাদের পরিণতি? এই গল্পটিই ফুটে উঠেছিল ২০১৯ সালের মার্চে প্রকাশিত হওয়া সারভাইভিং-৭১ এর টিজারে।
সম্প্রতি সাইন্স বী এর সাথে লাইভে আসেন মুভির লেখক ও ডিরেক্টর, আন্তর্জাতিক পরিমন্ডলে সবার পরিচিতমুখ, ভিএফএক্স প্রোডিউসার, অ্যানিমেটর ও চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তিনি সেখানে আলোচনা করেন তার বর্তমান কর্মব্যস্ততা, ভবিষ্যতের নানা প্রজেক্ট নিয়ে। সেখানেই তিনি আমাদেরকে জানান সারভাইভিং-৭১ নিয়ে তার শুরুর গল্প, বর্তমান অবস্থা এবং রিলিজ ডেট নিয়ে।
সারভাইভিং-৭১ মূলত ১৫ মিনিটের একটি শর্ট ফিল্ম, যাতে সেমি রিয়েলিস্টিক অ্যানিমেশনের মাধ্যমে পাকিস্তানী হানাদারদের হাতে ধরা পড়া ৩ মুক্তিযোদ্ধার গল্প দেখানো হয়েছে। তিনি জানান, এই মুভিটি তৈরির পেছনে অনুপ্রেরণা ছিলো তার বাবার সাথেই মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনা। তিনি তার বাবার জীবনের গল্প থেকেই এই মুভিটি তৈরির উদ্যোগ নেন।
২০১৯ এর মার্চে ট্রেলার প্রকাশের এতদিন পরেও মুক্তি পায়নি কেন?
এই প্রশ্নের উত্তরে ওয়াহিদ ইবনে রেজা জানান, “একটি সিজিআই– এনিমেটেড মুভি তৈরি আসলে বেশ লম্বা সময়ের ব্যাপার, উদাহরণ হিসেবে বলা যায়, ডিজনির একেকটি অ্যানিমেশন মুভি তৈরিতে সর্বনিম্ন হলেও ৩ বছর সময় লেগে যায়। আর এখানে বাজেট, প্রয়োজনীয় প্রযুক্তি, লোকবলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আমাদের একজন আর্টিস্ট ও তার পরিবারের সকল সদস্যের কোভিড হবার কারণে কাজটা অনেকটুকু হ্যাম্পারড হয়েছে। তবে আমরা আবার এখন পুরোদমে কাজ করে যাচ্ছি।”
কবে নাগাদ তাহলে মুক্তি পাবে সারভাইভিং-৭১?
মুভিটির অন্যতম একজন ভয়েস আর্টিস্ট, জয়া আহসানের ভয়েস দেওয়া শেষ হলে প্রোডাকশনের বাকি কিছু কাজ খুব দ্রুতই শেষ করার কথা জানিয়েছেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতেই মুক্তি পেতে যাচ্ছে সাড়াজাগানো সারভাইভিং- ৭১। লাইভে তিনি জানিয়েছেন, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তীতে ১৬ ডিসেম্বর, দেশী-বিদেশী নানা স্ট্রিমিং সাইট ও টিভি চ্যানেলগুলোয় মুক্তি পাবে এই মুভিটি। এছাড়াও সারভাইভিং- ৭১ এর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজ এবং ওয়াহিদ ইবনে রেজার ভেরিফাইড ফেসবুক আইডি তেও জানা যাবে আপডেট।
এই চলচ্চিত্রটির একটি গান মুক্তি পেতে যাচ্ছে ২৬শে মার্চ, ২০২১ সালে; যা লিখেছেন শেখ রানা ও সুর করেছেন ও গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমান। এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন জয়া আহসান, মেহের আফরোজ শাওন, অনিক খান, সামির আহসান, তানজির তুহিন, গাউসুল আলম ও ওয়াহিদ ইবনে রেজা নিজেই।
যেহেতু আমাদের দেশে এখনও ভিএফএক্স, সিজিআই এর প্রযুক্তি এখনও খুব বেশি প্রচলিত নয়, কিন্তু উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরাও, তাই এই যাত্রায় প্রথম উদ্যোগের এই চলচ্চিত্রটি দেখতে এবং এর প্রচার ও প্রসারে আমাদের সকলেরই কাজ করা প্রয়োজন।
টিজার কিউ আর কোডঃ
সারভাইভিং-৭১ টিম ভবিষ্যতে এই শর্ট ফিল্মটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বা সিরিজ আকারে মুক্তি দিতে চান। তবে পর্যাপ্ত বাজেট না হলে এবং সবার সাহায্য না পেলে তা কোনোভাবেই সম্ভব নয়। আর তাই এই শর্ট ফিল্মটির নির্মাণের পেছনে পুরো টিমই অনেক একাগ্রতা নিয়ে কাজ করছে, যেন চমৎকার গল্প, উন্নতমানের নির্মাণশৈলি দেখে বিদেশী অর্থায়ন অর্জন করে পরবর্তীতে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উপহার দিতে পারেন।
সাদিয়া বিনতে চৌধুরী/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ ডেইলিস্টার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বিডি, সার্ভাইভিং-৭১