এই যে শুনছেন? বয়স কত আপনার? এই ছুটিতে বাসায় বসে কি কি করেছেন বলেন তো একটু!
(আমি নিজেই ২০ বছরের এক মহাপুরুষ, যিনি নিজেই উল্লেখ করার মতো কিছু মনে করতে পারছেন না।) আশা করি কেউ আমার মতো না, সবাই নতুন কিছু না কিছু শিখতে চেষ্টা করেছেন এই কোভিড পরিস্থিতিতে!
যাহোক, ছোট বাচ্চারা কিন্তু বসে ছিলেন না এই বিশাল ভেকেশনে! তাদের মধ্যেই একজন হলো কৌটিল্য। রেকর্ড অর্জনের সময় যার বয়স ছিলো কিনা মাত্র ৬ বছর!
গতবছর আইবিএম (IBM – International Business Machines Corporation) থেকে এআই কোর্স সহ একাধিক কম্পিউটারের পাঠ গ্রহণের পরে, যুক্তরাজ্যের কৌটিল্য কাটারিয়া মাত্র ছয় বছর বয়সে (বর্তমানে ৭ বছর) বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামারে (AI প্রোগ্রামার) পরিণত হয়েছেন।
কৌটিল্য বলেন, “যখন আমি ছয় বছর বয়সী, আমি ভেবেছিলাম কুং-ফুতে গ্রিপের অ্যাকশনগুলো প্রযুক্তিরই প্রতিচ্ছবি।”
কৌটিল্যের অর্জনের ঝুলিতে বর্তমানে এআই এবং ডেটা সায়েন্স সম্পর্কিত কমপক্ষে ছয়টি প্রশংসাপত্র রয়েছে এবং স্টেম (STEM – Science, Technology, Engineering, and Mathematics) বিশ্বে তার যে আকাশছোঁয়া ক্যারিয়ার হতে যাচ্ছে, তা প্রায় নিশ্চিত।
আইবিএম এর একটি পোস্ট থেকে জানা যায়, কৌটিল্য কম্পিউটার প্রোগ্রামিং এবং পাইথন ভাষা সম্পর্কে ধারণা পেতে আইবিএমের কোর্স উপকরণগুলি পড়া শুরু করেছিলেন। কোভিড-19 এর প্রভাবে বাড়িতে থাকার কারণে, কৌটিল্যের সময় কাটানোর একটি উপায় ছিল তাঁর পিতামাতার সহায়তায় নতুন কোনো কিছু শেখা।
হ্যা, এটি বিশ্বের কনিষ্ঠতম AI প্রোগ্রামার কৌটিল্যের জন্য একটি সুন্দর মনে রাখার মতো গল্প, তবে আপনি যদি একটু ভেবে দেখেন, তাহলে দেখবেন এটি বিশাল অর্থে আসলে আরও বেশি ভাল কিছুর ইংগিত বহন করে। সব কিছু ছাপিয়ে এখানে একটি উল্লেখ করার মতো ব্যাপার রয়েছে। প্রযুক্তি আমাদের জানার ইচ্ছা আর জানার পরিধিকে কতটুকু বৃদ্ধি করেছে ভাবুন!
যেমন ধরুন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জেতা অবশ্যই একটি আশ্চর্যজনক কীর্তি, তবে এখানে আসল পেছনের গল্পটি হলো কোডিং/ প্রোগ্রামিং শেখা কতটুকু সহজ হয়ে উঠেছে সবার জন্য!
অনেক বাচ্চারাই অল্প বয়সে কোডিং করা শিখেছে, কিন্ত কৌটিল্য হলো তাদের মধ্যে কনিষ্ঠতম। এবং এসব ঘটনা পরিষ্কারভাবে আমাদের দেখিয়ে দেয় যে ইন্টারনেট সংযোগ থাকলে এবং এক-আধটু কৌতূহলী মনের অধিকারী যে কেউই কোডিংয়ের মতো জটিল কিছুও খুব সহজেই শিখতে পারে!
আসুন, আমরাও চেষ্টা করে দেখি। যদি ইচ্ছাটা থাকে তাহলে আর আটকায় কে!
কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্র: দ্য নেক্সট ওয়েব, TechRepublic, AOL.
+1
6
+1
8
+1
1
+1
18
+1
1
+1
1
+1
1