গতকাল আপনি কী করেছিলেন মনে আছে? আর আজকে? স্পষ্টভাবে মনে থাকতেও পারে। তাহলে ধরুন, গত বছরের ১৪ জুলাই আর তার পরদিনের সাথে আপনার কোন কোন কাজে পার্থক্য হয়েছিলো তা মনে করতে পারবেন কি? খুব সম্ভবত না। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন যে, সময়ের সাথে সাথে আমরা নিজেদের অতীত সত্ত্বাকেও ভুলে যেতে শুরু করি, ঠিক উপরের ঘটনাটির মতই। চলুন, এই ভুলে যাওয়া-র ব্যাপারটি নিয়ে আরেকটু বিস্তারিত জানা যাক।
যখন আপনি কাছ থেকে গাছের দুটি পাতাকে পর্যবেক্ষণ করেন, তখন আপনি সহজেই দুটিকে আলাদা বস্তু হিসেবে শনাক্ত করতে পারেন। কিন্তু আবার সেই দুটি পাতা আর আপনার মাঝখানের দূরত্ব যত বাড়ে, ততোই পাতা দুটিকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। দূরত্ব বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক ছোট ছোট ডিটেলস ভুলে গিয়ে পুরো স্মৃতিটাকে একীভূত করার চেষ্টা করে। আর এটিই আমাদের বোধগম্যতার মূলনীতি।
সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, আমাদের নিজস্ব সত্ত্বাকে নিয়ে আমাদের ধারণাও ঠিক একই ভাবে কাজ করে। আমরা যত অতীতে যাই, আমাদের মস্তিষ্ক ততোই ছোট ছোট ডিটেইলগুলোকে ভুলে যাওয়া শুরু করে। ফলে অতীতের সেই নির্দিষ্ট মুহূর্তে আমরা যা অনুভব করেছিলাম বা যা ছিলাম, সেটি আর আমাদের বর্তমানের একটি অংশ থাকে না।
এ কথাটি ভবিষ্যতের জন্যও ঠিক সমানভাবে প্রযোজ্য। আগামীকাল আমরা কি করবো তা নিয়ে আমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকতে পারে, কিন্তু একমাস পরের একটি নির্দিষ্ট দিনে আমরা কি করবো তা নিশ্চিতভাবে বলা একটু কঠিনই হয়ে পড়ে।
এটি নিয়ে গবেষণা করার সময় বিজ্ঞানীরা মোট তিনটি পরীক্ষা চালিয়েছিলেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে অতীত এবং বর্তমানের বিভিন্ন সময়ে তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিলো বা হতে পারে তা রেট করতে বলা হয়। এখানে দেখা যায় যে বর্তমানের তুলনায় তাঁরা নিজেদের অতীত বা ভবিষ্যতের সত্ত্বা নিয়ে বেশি অনিশ্চয়তায় ভুগছেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন টেম্পোরাল সেল্ফ কম্প্রেশন।
“মস্তিষ্কে কার্যক্রমের দিক থেকে চিন্তা করলেও আমরা দেখি যে, আমরা নিজেদেরকে যতো দূরের সময়ে চিন্তা করি, মস্তিষ্কের কার্যক্রমের ভেতর তফাৎ ধরাও ততোই কষ্ট সাধ্য হয়ে পড়ে,” বললেন বিজ্ঞানের সহকারি অধ্যাপক মেগান মেয়ের। তিনি আরো বলেন, “মানুষ নিজের পরিচয়কে কিভাবে দেখে তা এই গবেষণার মাধ্যমে এক নতুন আলোতে দেখা গেছে। টেম্পোরাল সেল্ফ কম্প্রেশন নিয়ে ভবিষ্যতে আরো গবেষণার সাহায্যে হয়তোবা আমরা মানুষকে তাদের অতীত বা ভবিষ্যৎ এর উপর ভিত্তি করে বর্তমানে একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করতে পারবো।”
হাসিনাত রিফা / নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ নিউরোসায়েন্স নিউজ ডট কম
+1
4
+1
1
+1
3
+1
+1
8
+1
5
+1
2