বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে আছে ক্যান্সার ঝুঁকি। সর্বশেষ ২০১৮ সালের হিসেবে সারা পৃথিবীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আর প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তিন লাখ মানুষ। প্রতি ছয় জনে একজনের মৃত্যু হচ্ছে এই ক্যান্সারের জন্য।
সংস্থাটি বলছে, সঠিক প্রতিরোধের ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে বছরে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। যদিও পৃথিবীতে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে প্রতি বছর আক্রান্ত হচ্ছেন বিশ্বের মানুষ। তবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রযুক্তির উন্নয়নের কল্যাণে সুস্থ হবার সম্ভাবনাও বাড়ছে।
কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার, যা দেহের বৃহদন্ত্রের অংশে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধির কারণে সৃষ্টি হয়। কোলন ক্যান্সার বৃহদন্ত্রের ক্যান্সার নামেও পরিচিত। আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা সহ বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী- তরুণদের মধ্যে কোলন ক্যান্সার শনাক্ত হওয়ার হার বাড়ছে এবং এত দ্রুতগতিতে এটা হচ্ছে, যে বিজ্ঞানীরাও বিস্মিত হয়ে পড়েছেন।
এর সাথে, সম্প্রতি জনস হপকিন্স মেডিসিনের নতুন গবেষণা অনুসারে, লম্বা ব্যক্তিরা তাদের সমবয়সীদের তুলনায় বেশি কোলন ক্যান্সারের ঝুঁকিতে আছেন। বিজ্ঞানীরা রিপোর্ট করেছেন, লম্বা প্রাপ্তবয়স্কদের কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি হতে পারে।
কেন লম্বা মানুষেরা কোলন ক্যান্সার ঝুঁকি-তে বেশি আছেন?
যদিও উচ্চতা এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির মধ্যে যোগসূত্র অনুসন্ধান করার জন্য এটিই প্রথম গবেষণা প্রকল্প নয়। এর পূর্বেও এ নিয়ে গবেষণা হয়েছে। তবে এটি এখন পর্যন্ত তার সবচেয়ে বড় গবেষণা প্রাপ্ত ফলাফল। ড. জেরার্ড মুলিন, জনস হপকিন্স মেডিসিনের গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,
এটি প্রমাণিত হয়েছে যে লম্বা উচ্চতা একটি উপেক্ষিত ঝুঁকির কারণ এবং কোলোরেক্টাল ক্যান্সার এর জন্য কারণ হতে পারে। সমবয়সী খাটো ব্যক্তিদের তুলনায় লম্বা ব্যক্তিদের কোলন ক্যান্সার হবার খুঁকি ২৪% বেশি ছিল ।
তবে কোন কোন বিজ্ঞানী এটাও বলছেন বয়স বা জেনেটিক্সের মতো লম্বা হওয়াও ক্যান্সারের ঝুঁকির একটি কারণ কিনা তা এখনও অনিশ্চিত।
তবে বর্তমান গবেষণা গুলো লম্বা হওয়া এবং উচ্চতর কোলোরেক্টাল ক্যান্সার ঝুঁকি-র মধ্যে দীর্ঘ-পর্যবেক্ষিত সম্পর্ককে শক্তিশালী করে। ডঃ এলিনর ঝু বলেছেন,
প্রাপ্তবয়স্কদের উচ্চতা শরীরের অঙ্গের আকারের সাথে সম্পর্কযুক্ত। লম্বা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গে আরও সক্রিয় প্রসারণ হয়ে ম্যালিগন্যান্ট রূপান্তরের দিকে পরিচালিত হয়। যা মিউটেশনের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে।
গবেষণা দলটি ২৮০,৬৬০ টি কোলোরেক্টাল ক্যান্সার এবং ১৪,১৩৯ টি কোলোরেক্টাল অ্যাডেনোমা ক্যান্সার এর ৪৭ টি আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করেছে। তারা ১৪৬৯ জন প্রাপ্তবয়স্ক রোগীদের কোলনোস্কোপি করানোর একটি সমীক্ষার তথ্যও অন্তর্ভুক্ত করেছে। যাতে ক্যান্সার এবং বৃহদন্ত্রের দেয়ালে আটকে থাকা ব্যাকটেরিয়ার মধ্যে সম্পর্ক আরও ভালোভাবে বোঝা যায়।
ডাঃ মুলিন ব্যাখ্যা করেন,
সামগ্রিকভাবে, উচ্চতার সর্বোচ্চ শতাংশের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিদের সর্বনিম্ন শতাংশের মধ্যে সবচেয়ে ছোটদের তুলনায় কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি ২৪% বেশি ছিল। প্রতি ১০-সেন্টিমিটার (প্রায় ৪ ইঞ্চি) উচ্চতা বৃদ্ধির সাথে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি ১৪% বৃদ্ধি এবং অ্যাডেনোমাস হওয়ার সম্ভাবনা ৬% বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়া গিয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, একজন আমেরিকান পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষের গড় উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট ৪ ইঞ্চি। এই গণনা অনুসারে, আমেরিকান পুরুষ যারা ৬ ফুট ১ ইঞ্চি লম্বা এবং মহিলা যারা ৫ ফুট ৮ ইঞ্চি (গড় মার্কিন উচ্চতার চেয়ে ৪ ইঞ্চি বেশি) বা লম্বা তাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি ১৪% বৃদ্ধি পায় এবং ৬% শতাংশ অ্যাডেনোমাসের ঝুঁকি ও বৃদ্ধি পায়।
ক্যান্সার ঝুঁকি-র কারণগুলির মধ্যে আরও রয়েছে বয়স, কোলোরেক্টাল ক্যান্সার বা অ্যাডেনোমাসের ব্যক্তিগত বা পারিবারিক ইতিহাস, দীর্ঘস্থায়ী প্রদাহজনক অন্ত্রের রোগ, বিভিন্ন পরিবর্তনযোগ্য লাইফস্টা
মেহেদী হাসান মামুন/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্র: StudyFinds, Johns Hopkins Medicine