চিকিৎসা বিজ্ঞানে উন্নত প্রযুক্তির ব্যবহার সময়ের সাথে বাড়ছে। ধীরে ধীরে মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে, তেমনি বিজ্ঞানের আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে প্রতিনিয়তই যোগ করছে নতুনত্ব। মানুষের শরীর এক জটিল গঠন। এই শরীর নিয়ে মানুষের গবেষণার অন্ত নেই। ত্বক থেকে শুরু করে সূক্ষ্ম নিউরন। তারই ধারাবাহিকতায় এবার প্রাকৃতিক টিস্যু থেকেই সহজে, যুগোপযোগী ভাবে এবং একই সাথে স্বল্প ব্যয়ে রক্তনালীর প্রতিলিপি তৈরি করার উপায় বের করেছেন বিজ্ঞানীরা।
ইউনিভার্সিটি অব মেলবোর্নের একদল গবেষক এই যুগান্তকারী উদ্ভাবন করেছেন। এআরসি ফিউচার ফেলো অ্যাসোসিয়েট প্রফেসর ড্যানিয়েল হিথ এবং অধ্যাপক আন্দ্রেয়া ও’কনরের এর নেতৃত্বে দলটি এই উদ্ভাবনী পদ্ধতিটি উপস্থাপন করেছেন।
মানব দেহে রক্ত চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্তনালী। এত দিন পর্যন্ত রক্তনালীর প্রতিলিপি তৈরি করা ছিল একটা চ্যালেঞ্জ। মূলত রক্তনালী জটিল গঠন এবং বহুস্তর বিশিষ্ট টিস্যু দিয়ে গঠিত।
প্রফেসর ড্যানিয়েল হিথ এর মতে, শুরুতে রক্তনালী সদৃশ কাঠামো তৈরি করলে তবেই সেই একই কাঠামোর উপরে স্তর বৃদ্ধি করা সম্ভব হবে। যা দিবে রক্তনালীর ন্যায় আকার। মানব দেহের জন্য মানানসই একাধিক উপকরণ এখন ফেব্রিকেশন টেকনোলজির সাহায্যে এই চ্যালেঞ্জিং কাজটিকে করা গিয়েছে অনেক সহজ ও সাশ্রয়ী।
সহজ ভাষায় ফেব্রিকেশন টেকনোলজি হলো বিভিন্ন পদার্থকে চাহিদা মত আকৃতি প্রদান এর কৌশল। এর মাধ্যমে রক্তনালীর জটিল টিস্যুর প্রতিলিপি তৈরি করা যাবে।
রক্ত সংবহন তন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হলো রক্তনালী। যেহেতু রক্তনালী রক্তে অক্সিজেন বহন, প্রয়োজনীয় পুষ্টি স্থানান্তর, বিষাক্ত দ্রব্য অপসারণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে তাই রক্তনালীর প্রতিলিপি অনেক রোগের স্থায়ী সমাধান। হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যানিউরিজম এর মতো রোগের চিকিৎসায় আসবে নতুন মাত্রা।
অ্যাসোসিয়েট প্রফেসর ড্যানিয়েল হিথ এর মতে বর্তমান সময়ে ব্যবহৃত পদ্ধতিগুলো তুলনামূলক জটিল, সময় সাপেক্ষ আর ব্যয় সাপেক্ষ। “ফেব্রিকেশন টেকনোলজি” এর ব্যবহার এই ক্ষেত্রে হবে অনেকটাই সফল।
তবে এই কথা মাথায় রাখতে হবে যে বাইপাস সার্জারির মতো জটিল অস্ত্রোপচারে রক্তনালীর প্রতিলিপি ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। এই কথা সত্য যে রক্তনালীর প্রতিলিপি প্রতিস্থাপন ইতোমধ্যে জীবনরক্ষাকারী একটি উপায় হিসাবে প্রমাণিত। কিন্তু অতি জটিল চিকিৎসা যেমন করোনারি ধমনীর মতো ছোট-ব্যাস বিশিষ্ট চ্যানেল এর ক্ষেত্রে নন-লিভিং সিন্থেটিক গ্রাফ্ট রক্ত জমাট বাঁধাতে পারে তথা বাধা তৈরি করতে পারে। এই ধরনের সমস্যাগুলোকে চিহ্নিত করে গবেষণা কাজ আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
অদূর ভবিষ্যতে মানব টিস্যু থেকেই তৈরি রক্তনালীর প্রতিলিপি ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থা হবে আরো উন্নত, প্রাণঘাতী রোগের চিকিৎসায় আসবে স্থায়ী সমাধান।
জুম্মান আল সিয়াম/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং, সাইটেকডেইলি, ল্যাবরেটরি ইকুয়েপমেন্ট