বলা হচ্ছে এতে গ্রহাণু আকরিকের মূল্য এত যে, তা যদি সত্যি বিক্রি করা যেত তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ পেত আনুমানিক ১০,০০০ কোটি টাকা করে। তবে এটিকে পৃথিবীতে নামিয়ে না আনা গেলেও নাসার পরিকল্পনা সেখানে গিয়ে গ্রহাণুর আকরিক গুলো সংগ্রহ করা!
বিশাল এই মহাকাশের নক্ষত্রপুঞ্জ, ছায়াপথ সম্পর্কে মানুষ আর কতটুকুই বা জানতে পেরেছে। প্রতিনিয়ত চলছে এই মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে গবেষণা। উঠে আসছে নতুন নতুন তথ্য। এখনও কোন দেশের অর্থনৈতিক প্রভাব নির্ভর করে সে দেশের প্রাকৃতিক সম্পদের উপর, কি পরিমাণ আকরিক মজুদ আছে তার উপর। শুধু পৃথিবীতে নয়, মহাকাশেও প্রতিটি গ্রহাণু এবং গ্রহেও এমন আকরিক সম্পদ মজুদ রয়েছে।
এবার নাসার বিজ্ঞানীরা খোঁজ জানালেন এমনি এক গ্রহাণুর। যার প্রশস্ততা ২২৬ কিলোমিটার। তার পুরোটাই লোহা, নিকেল এবং সিলিকা দিয়ে তৈরী। নাসা এই গ্রহাণুটির নাম দিয়েছে 16 PSYCHE.
যে উল্কাপিণ্ড নিয়ে এত হৈচৈ, সেখানে এত পরিমাণ লোহা মজুদ আছে যার দাম হতে পারে আনুমানিক ১০ হাজার কোয়াড্রিলিয়ন পাউন্ড। অর্থাৎ ১০ হাজারের পিছনে বসবে আরো পনেরো টি শূন্য! এই গ্রহাণুর সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে ৫ বছর। এটির ওজন চাঁদের ওজনের মোট এক শতাংশ। যদিও বা একে এত সহজে পৃথিবীর এত কাছাকাছি আনতে চায় না নাসা। তবে খুব শীঘ্রই এখান থেকে ধাতু সংগ্রহ করার উদ্যোগ নিতে যাচ্ছে তারা।
ইসরাত জাহান / নিজস্ব প্রতিবেদক