সময়; এ যুগে তার দাম বোধহয় হীরের চেয়েও বেশি। দিনরাত আমরা সময়ের সাথে যুদ্ধ করে যাচ্ছি। এমনকি আমিও এই নিউজটি লিখতে লিখতে অনুভব করছি সময়ের তাড়না। প্রতিটি মুহূর্তেই আমরা অতীত থেকে বর্তমান, আর বর্তমান থেকে ভবিষ্যতে প্রবেশ করছি।
বিজ্ঞানীরা সময় নিয়ে যতোই গবেষণা করুক না কেন, প্রতিবারই একটি কথা উঠে এসেছে- আমরা সময়কে যেভাবে উপলব্ধি করি, সময় আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি-এর হাত ধরে আমাদের প্রথম সময়-সম্পর্কিত ধারণায় পরিবর্তন আসে। পদার্থবিদ কার্লো রোভেলির মতে, সময়কে উল্টোদিকে ঘোরালেও বলবিদ্যা, তড়িৎ গতিবিদ্যা, কোয়ান্টাম থিওরি, জেনারেল রিলেটিভিটি, সিঙ্গুলারিটি সহ প্রকৃতির প্রাথমিক নিয়মগুলো অপরিবর্তিতই থাকে। তার মানে সময়ের প্রবাহ উল্টোদিকে গেলেও এসব ঘটনার ফল একই হয়।
তাহলে আমরা সময়ের শুধু একটি দিকই উপলব্ধি করি কেন?
মানুষের মস্তিষ্কের একটি বড় অংশ কাজ করে অতীতে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে, সেখান থেকে শিখে, তার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোন একটি সিদ্ধান্ত গ্রহণে। ইতিহাস, ভূতত্ত্ব, আমাদের স্মৃতি, সবকিছুর মধ্যেই অতীতের চিহ্ন রয়ে গেছে। তাই মানুষ, এবং হয়তোবা অন্য প্রাণীরাও, ধীরে ধীরে বিবর্তিত হয়েছে।
আমরা মনে মনে ইচ্ছাকৃতভাবে অতীত ঘুরে আসতে পারি, এবং তার উপর ভিত্তি করে জটিল ভবিষ্যতও কল্পনা করতে পারি। ২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, স্মৃতিভ্রষ্ট রোগীদের ভবিষ্যত কল্পনা করার ক্ষমতা কমে যায়। সুতরাং, বলা যায় আমরা বেঁচে থাকার লড়াইয়ে এগিয়ে থাকার জন্যই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ধারণা আবিষ্কার করেছি।
সময়-সম্পর্কিত আরেকটি কৌতূহলোদ্দীপক ব্যাপারও কিন্তু আমাদের সাথে হয়। প্রতিটি মুহূর্তের মাঝে সমপরিমাণ ফাঁক থাকলেও মাঝে মাঝেই আমাদের মনে হয় যে সময় বুঝি খুব দ্রুত বা আস্তে চলছে।
এ ব্যাপারে মনোবিজ্ঞানের শিক্ষিকা ক্লডিয়া হ্যামন্ড বলেন,
“আমাদের অনুভূতি সময়কে উপলব্ধির উপর অনেক বড় প্রভাব ফেলে। যেমন ভয় পেলে ১০ মিনিটও আমাদের কাছে মনেহয় ১০ বছর, আবার আনন্দময় মুহুর্ত চোখের পলকেই কেটে যায়। আবার কোথাও বেড়াতে গেলেও সময় যেন একটু তাড়াতাড়িই ফু্রিয়ে যায়। এর কারণ আনন্দের পাশাপাশি আমরা একদিনেই অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি, যা কিনা আমাদের দৈনন্দিন জীবনের থেকে আলাদা। ফলে আমাদের মস্তিক সেগুলো বিশ্লেষন করে একটু ধীরে, আর সময় কাটে তাড়াতাড়ি।”
সময় নিয়ে তো জানা গেলো অনেক কথা। তো, আপনার কী মনেহয়, নিজে খুঁজে এ ব্যাপারে আরেকটু জানার সময় কি আপনার আছে?