ছোটবেলায় চুইংগাম ভুলবশত গিলে ফেললে অনেক ভয়ে থাকতাম। ভয় পাবোই না বা কেন? বড়রা বলতো, চুইংগাম গিলে ফেললে তা পেটের মধ্যে গিয়ে নাড়িভুড়িতে আটকে যাবে আর তখন দম আটকে মরে যাবো! আবার অনেকে বলতো চুইংগাম হজম হওয়ার আগে পেটে সাত বছর থেকে যায়। যদিও এই ধারণা বিজ্ঞানের উপর ভিত্তি করে নয়, তবে তা আমাদেরকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। যাহোক, আজ আপনাদের জানাবো, ঠিক কী ঘটবে যদি আপনি ভুলবশত চুইংগাম গিলে ফেলেন?
চুইংগাম আঠালো এবং স্থিতিস্থাপক (elastic) পদার্থ। আপনি কয়েক ঘন্টা চিবিয়ে খেলেও, তাদের আকারে কোন পরিবর্তন দেখতে পাবেন না। এ কারণেই ধারণা করা হয় যে এটি পেটের মধ্যে থেকে যাবে এবং অন্ত্রের মধ্যেও বাধা সৃষ্টি করবে।
এটা সত্য যে, আমাদের দেহ চুইংগাম হজম করতে পারে না। তবে এটি সাত বছর ধরে পরিপাক নালীতে অবস্থান করবে, এমন ধারণাও সত্য নয়। শাকসবজি এবং বীজে উপস্থিত ফাইবারের মতো চুইংগামের প্রধান উপাদানও অদ্রবণীয়। এসব ভাঙ্গতে যেসব পরিপাক এনজাইম দরকার হয়, তা আমাদের দেহ তৈরি করে না। ফলশ্রুতিতে এটি আমাদের পেটে অক্ষত অবস্থায় থাকে। তবে আমরা যে ফাইবার জাতীয় অন্য খাবার খাই তার মতোই এটি পাচনতন্ত্রের (Digestive System) মধ্য দিয়ে যায় এবং মলের মাধ্যমে শরীর থেকে অপসারিত হয়।
চুইংগাম কি অন্ত্রের (Intestine) মধ্যে বাধা সৃষ্টি করতে পারে?
চুইংগাম অন্ত্রে বাধা সৃষ্টি করতে পারে, তবে এমন ঘটনা খুবই বিরল। যদি কোন ব্যক্তি একসাথে প্রচুর পরিমাণে চুইংগাম গিলে ফেলে এবং পাশাপাশি তিনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আক্রান্ত, তবে সেক্ষেত্রে তার অন্ত্রে বাধা সৃষ্টি হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশিরভাগ ঘটে এবং এই কারণেই চুইংগাম গিলে না ফেলার জন্য তাদের বারবার সতর্ক করা হয়।
১৯৯৮ সালে পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, কিছু কিছু ঘটনায় শিশুরা একাধিক চুইংগামের টুকরো গিলে ফেলার ফলে অন্ত্রে বাধা সৃষ্টি হতে দেখা যায়। এর ফলে মারাত্মক ব্যথা, বমিভাব এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া, চুইংগাম গিলে ফেললে দম বন্ধ হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে।
চুইংগাম দেহ থেকে অপসারিত হতে কত সময় লাগে?
বিশেষজ্ঞদের মতে, পরিপাক নালীর মধ্য দিয়ে চুইংগাম দেহ থেকে অপসারিত হতে প্রায় ৪০ ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগে। বেশি সময় নেয় কারণ, এটি অন্যান্য খাবারের চেয়ে আমাদের পরিপাক নালীর মধ্য দিয়ে খুবই ধীরে ধীরে স্থানান্তর হয়।
অতএব এটাই বোঝা গেল যে, আমাদের পরিপাক নালীকে এতো ঝুঁকিতে ফেলতে না চাইলে চুইংগাম খাওয়ার সময় সতর্ক থাকতে হবে, যেন ভুলবশতও চুইংগাম গিলে না ফেলি। পাশাপাশি ছোটদের চুইংগাম খেতে দিলে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ ভুলে গিলে ফেললে তাদের সমস্যা হওয়ার ঝুঁকি আমাদের চেয়ে বেশি।
তানজিনা সুলতানা শাহীন/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্র : Times of India