রাতের আকাশে চাঁদকে নিয়ে মানুষের গল্প-কবিতার শেষ নেই। তাই প্রায়শই আকাশপ্রেমীদের চোখ থাকে দূর আকাশগঙ্গায়। তাদের জন্যই বছরের প্রথম চন্দ্রগ্রহণে চাঁদকে দেখা যাবে ভিন্ন এক রূপে। 2021 সালে এই প্রথম ব্লাড মুনের (Blood Moon) সাক্ষী হতে চলেছেন মহাকাশপ্রেমীরা।
আগামী 26 মে 2021 বুধবার চাঁদ তার আপন রঙ বদলে রূপ নিবে রক্তাক্ত বা ব্লাড মুনে (Blood Moon)। আর এই ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ 14 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একটি সরলরেখায় চলে আসে তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়। এসময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। চাঁদের উপর সূর্যের আলো সরাসরি পড়তে পারে না। প্রতিসরণের ফলে আলো চাঁদের অন্ধকার অংশে পড়ে, ফলে চাঁদকে রক্তাভ দেখায়। একেই বলা হয় ব্লাড মুন।
সাধারণত, চাঁদ পৃথিবী থেকে গড়ে 240,000 মাইল (384,500 কিলোমিটার) দূরে থাকে। তবে এই মুহুর্তে ২৬ মে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে 222,022 মাইল (357,311 কিলোমিটার)। চাঁদ পৃথিবীর এত্ত কাছে আসার ফলে ব্লাড মুন সহ 26 মে তে আমরা সুপার মুন (Super Moon) ও দেখতে পাবো। চাঁদ পৃথিবীর নির্দিষ্ট দূরত্ব থেকে যখন পৃথিবীর আরো কাছে চলে আসে তখন সেই চাঁদ অন্যান্য সময়ের তুলনায় অনেক বড় দেখায়। আর একেই বলে সুপার মুন।
timeanddate.com – এর তথ্যানুসারে, 26 মে আকাশ পরিষ্কার অর্থাৎ মেঘাচ্ছন্ন না থাকলে অস্ট্রেলিয়া (Australia), পশ্চিম আমেরিকা (West America), যুক্তরাষ্ট্র (United States), পশ্চিম দক্ষিণ আমেরিকা (western South America), এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার (Southeast Asia) বাসিন্দারা দেখতে পারবেন এই চন্দ্রগ্রহণ। নিউজিল্যান্ড, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর কাছে কিছু অংশের বাসিন্দারা ব্লাড মুনের এই স্বর্গীয় দৃশ্য দেখতে পাবেন।
বাকিদের জন্য রয়েছে ওয়েবসাইট, YouTube চ্যানেল। তবে বিশ্বের অন্যান্য অঞ্চল এবং সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্র চন্দ্রগ্রহণ অংশগুলি পর্যায়ক্রমে দেখতে সক্ষম হবে। 26 মে চন্দ্রগ্রহণের সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের সেরা দর্শনীয় স্থানগুলি হবে হাওয়াই (Hawaii), আলাস্কা (Alaska) এবং পশ্চিমা রাজ্যগুলি (Western States)।
চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে। তবে দূরবীক্ষণ যন্ত্র চাঁদের রুক্ষ অঞ্চল দেখতে সাহায্য করতে পারে, যা আপনি অন্যান্য সময়ে এত্ত কাছ থেকে ভালোভাবে দেখতে পারবেন না। নাসা (NASA) জানিয়েছে, আপনি চাইলে চাঁদের প্রত্যেকটা অঞ্চল পরিদর্শন করে চাঁদে সৃষ্ট প্রাচীন লাভা প্রত্যক্ষ করতে পারবেন।
তাছাড়াও সুপার মুন এবং ব্লাড মুন যদি আপনার অবস্থান থেকে দৃশ্যমান না থেকে থাকে তবে আপনি নাসার সায়েন্টিফিক ভিজ্যুয়ালাইজেশন স্টুডিওতে সরাসরি দেখতে পারবেন।
মাহফুজ আহমেদ/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ নাসা, লাইভসাইন্স, স্পেস ডট কম