বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, সারাবিশ্বে হৃদরোগ মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষণা অনুযায়ী, আপনার ব্লাড গ্রুপ অনুযায়ী হৃদরোগ-এর ঝুঁকি কম বা বেশি হতে পারে। বিশেষভাবে আপনার ব্লাড গ্রুপ যদি নন-O টাইপ (A, B বা AB) হয়, তবে আপনার হার্টের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নন-O টাইপ রক্তের লোকেরা আসলেই বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন। গবেষকরা উদঘাটন করতে চেয়েছিলেন, রক্তের টাইপ কীভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। গবেষণাটির ফলাফল আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) অ্যারিওরিস্ক্লেরোসিস, থ্রোম্বোসিস এবং ভাস্কুলার বায়োলজি শীর্ষক জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় ৪,০০,০০০-এরও বেশি লোকের ব্লাড গ্রুপ বিশ্লেষণ করে দেখা গেছে যে, টাইপ O রক্তের মানুষদের তুলনায় টাইপ A বা B রক্তের মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮% আর হার্ট ফেইলিওরের ঝুঁকি ১০% বেশি।
অন্য এক গবেষণা: ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজিতে ২০১৩ সালে প্রায় ১.৩৬ মিলিয়নেরও বেশি মানুষ নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। এ গবেষণায় দেখা যায়, টাইপ O রক্তের মানুষের তুলনায় টাইপ B রক্তের মানুষদের মায়োকার্ডিয়াল ইনফার্কশনের (হার্ট অ্যাটাক) ঝুঁকি ১৫% বেশি।
আবার, টাইপ O রক্তের মানুষদের তুলনায় টাইপ A রক্তের মানুষদের হার্ট ফেইলিওরের ঝুঁকি ১১% বেশি। হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর উভয়ই হৃদরোগজনিত সমস্যা। তবে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়া হার্ট ফেইলিওরের ঝুঁকি ধীরে ধীরে বাড়িয়ে দেয়। এবং একসময় হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওরের রূপ নেয়।
এখন মনে প্রশ্ন আসতে পারে, O টাইপ রক্তের চেয়ে A বা B টাইপ রক্তের মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার কারণ কি?
ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজি অনুসারে, নন-O টাইপ রক্তের গ্রুপগুলির মধ্যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের ঝুঁকি বেশি হওয়ার কারণ এই টাইপ রক্তের জমাট বাঁধার সম্ভাবনা বেশি। ২০১৭ সালের একটি গবেষণা মতে, নন-O টাইপ রক্তের মানুষদের ভন-উইলিব্র্যান্ড (Von-
টাইপ A এবং টাইপ B রক্তের মানুষদের ৪৪% বেশি থ্রোম্বোসিস হওয়ার সম্ভবনা থাকে, টাইপ O রক্তের মানুষদের তুলনায়। থ্রোম্বোসিস হল রক্ত জমাট বাঁধার একটি প্রক্রিয়া। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রক্তের জমাট বাঁধা প্রধান ভূমিকা পালন করে, তারা করোনারি ধমনীকে ব্লক করতে পারে এবং হার্টের পেশীগুলিতে অক্সিজেন, নিউট্রিয়েন্ট পৌঁছাতে বাঁধা দেয়। ফলে হার্ট অ্যাটাক হয়। সার্জারি, ট্রমা ইত্যাদি রক্তের জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে। তাই টাইপ A এবং টাইপ B রক্তের মানুষদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
এখন যাদের রক্ত নন-O টাইপ (A, B আর AB); আমরা কি চিন্তা করতে করতে মানসিক রোগী হয়ে যাবো?
– না, কারণ প্রত্যেকেই স্বাস্থ্যকর ডায়েট মেনে, স্বাস্থ্যকর ওজন বজায় রেখে এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তাদের এমন ঝুঁকি কমাতে পারে।
তানজিনা সুলতানা শাহীন/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া, হার্ট.অর্গ