পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। আর এমনটাই বলছে বিজ্ঞানের জটিল হিসাব-নিকাশ।”গোল্ডেন রেশিও অব বিউটি -ফাই স্ট্যান্ডার্ডস” নামক গবেষণায় গ্রিক গণিতবিদ্যার নিয়ম অনুযায়ী মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ণয় করে সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করা হয়। এই অনুপাতকে “গোল্ডেন রেশিও” বলে (একে গ্রিক বর্ণমালার “ফাই” দ্বারা প্রকাশ করা হয়)।
গবেষণার ফলাফল অনুযায়ী ৯৪.৩৫ শতাংশ নম্বর পেয়ে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী মার্কিন সুপারমডেল বেলা হাদিদ।
এরপর সেরা সুন্দরীর তালিকার সেরা পাঁচে আছেন যথাক্রমে বিয়ন্সে,আম্বার হার্ড, আরিয়ানা গ্রান্দে ও টেইলর সুইফট।
লন্ডনের প্রসিদ্ধ ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা গবেষণাটি পরিচালনা করেছেন। তারকাদের গোল্ডেন রেশিও পরিমাপ করে তিনি বলেন, মুখমণ্ডলের বিচারে বেলা হাদিদ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। তার মুখই সবচেয়ে নিখুঁত।
চিবুকের জন্য তিনি সর্বোচ্চ স্কোর করেছেন ৯৯ দশমিক ৭ শতাংশ, যা নিখুঁত থেকে মাত্র দশমিক ৩ শতাংশ কম। তবে চোখের অবস্থানে নিখুঁত হওয়ার দিক থেকে তিনি স্কারলেট জোহানসনের পেছনে রয়েছেন। গড়নে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল ও ঠোঁটের কারণে পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন বেলা।
মার্কিন সুপার মডেল বেলার পুরো নাম ইসাবেলা খায়ের হাদিদ। তিনি ১৯৯৬ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। ফিলিস্তিন-আমেরিকান আবাসন ব্যবসায়ী মোহাম্মদ হাদিদ ও ডাচ বংশোদ্ভূত মডেল ইয়োলান্দা হাদিদের ছোট মেয়ে বেলা।
Source: https://economictimes.indiatimes.com/news/international/world-news/science-says-this-is-the-most-beautiful-woman-in-the-world/hadids-score/slideshow/71630389.cms