বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষকেরা প্রথমবারের মত করোনার জিনোম সিকুয়েন্স উন্মোচন করতে সফল হয়েছেন।
ফাউন্ডেশনটির নির্বাহী পরিচালক সমীর কুমার সাহা বলেন, “জিনোম সিকুয়েন্সের মাধ্যমে আমরা ভাইরাসের বৈশিষ্ঠ্য সম্পর্কে জানতে পারি। সিকুয়েন্সের মাধ্যমে কোন ধরনের ভ্যাক্সিন ভাইরাসের আক্রমণ প্রতিহত করতে পারবে সেটি নিয়েও একটি স্বচ্ছ ধারনা পাওয়া যায়।”
অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহার নেতৃত্বে ৮ জনের একটি গবেষক দল এই করোনার জিনোম সিকুয়েন্স উন্মোচনে কাজ করে গেছেন।
পুরো বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসের ১৬,৪৫১ টি জিনোম সিকুয়েন্স করা হলেও বাংলাদেশের জন্য এটিই প্রথম এবং সর্বশেষ জিনোম সিকুয়েন্স উন্মোচন।
এপর্যন্ত করোনা ভাইরাসের তিনটা প্রজাতি পুরো বিশ্বজুড়ে আতংক সৃষ্টি করছে। জিনোম সিকুয়েন্স এর মাধ্যমে বাংলাদেশে কার্যক্ষম করোনা প্রজাতি বের করা সক্ষম, এটি করোনা ভাইরাসের ভ্যাক্সিন তৈরীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাশাপাশি ভাইরাসটি মিউটেশনের মাধ্যমে নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আনছে কিনা সেটি সম্পর্কেও ধারনা পাওয়া যাবে!
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৬৬০ জন, মৃতের সংখ্যা ২৫০ জন।
ইকবাল হোসেন নাফিজ / নিজস্ব প্রতিবেদক