ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের (WSU) গবেষকেরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাতে মাত্র ১ ঘণ্টায় প্লাস্টিক বর্জ্য-কে জেট ফুয়েল-এ রূপান্তর করা সম্ভব।
বিশ্বের সবচেয়ে বড় পরিবেশ সংকট প্লাস্টিক বর্জ্য। পৃথিবী জুড়ে সমুদ্র ও সামুদ্রিক পরিবেশের ও জীব বৈচিত্র্য-এর সংরক্ষণের অন্যতম বাঁধা এটি। World Economic Forum এর মতে, প্রতিবছর প্রায় ১০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে মিশছে। ফলে বৈশ্বিক বর্জ্যের এই সংকট নিরসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বব্যাপী প্লাস্টিক রিসাইক্লিংএর বেশ কিছু আর্থিক বাধা রয়েছে।
প্লাস্টিক রিসাইক্লিং পদ্ধতিতে প্রথমে প্লাস্টিককে দ্রবীভূত করে তারপর নতুন পণ্যের আকার দেওয়া হয়। এই পদ্ধতিতে প্লাস্টিকের অর্থনৈতিক মূল্য ও গুণগত মান হ্রাস পায়। অন্যদিকে এতে বেশি সময় ব্যয় হওয়ায় এতে পুনঃউৎপাদন খরচও বেশি পড়ে। ফলে বিশ্বব্যাপী প্লাস্টিক রিসাইক্লিং এখনও গতিময়তা পায় নি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্লাস্টিক রিসাইক্লিং এর একটি পদ্ধতি Chem Catalyst জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় মাত্র ৬০ মিনিটের মধ্যে একটি সহনীয় তাপমাত্রায় ৯০ শতাংশ প্লাস্টিককে জেট ফুয়েল ও অন্যান্য প্রয়োজনীয় জৈব যৌগে রূপান্তরের রূপরেখা রয়েছে। WSU গবেষকেরা একটি অনুঘটক তৈরি করেছেন যা প্লাস্টিককে জেট ফুয়েল ও অন্যান্য উচ্চমানের লুব্রিকেন্টে পরিণত করবে। এখানে সাধারণ ব্যবহৃত দ্রাবকের পাশাপাশি, কার্বন অনুঘটক রুথেনিয়াম ব্যবহার করা হয়। এতে তুলনামূলক কম তাপমাত্রায় (৪২৮ ফারেনহাইট বা ২২০ সেলসিয়াস) প্রায় ৯০ শতাংশ প্লাস্টিকের রুপান্তর সম্ভব।
এই পদ্ধতিতে পৃথিবী তার প্লাস্টিক অভিশাপ থেকে যেমন মুক্তির বার্তা রয়েছে তেমনি একই সময়ে ফুয়েলের নতুন উৎসের যোগান সরবরাহ করছে। যেহেতু পৃথিবীকে ফসিল ফুয়েলের উপর নির্ভর করতে হয় এবং এটি সীমাবদ্ধ তাই নবায়নযোগ্য শক্তি প্রাপ্তির সম্ভবনা রয়েছে।
গবেষণায় বলা হয়, এই প্রক্রিয়া বিশ্বব্যাপী প্লাস্টিক রিসাইক্লিং-এ উৎসাহ যোগাবে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর মাত্র ৯ শতাংশ প্লাস্টিক রিসাইক্লিং হয়। কেননা এখানে অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। গবেষকদের পরবর্তী লক্ষ্য এই পদ্ধতিকে বাণিজ্যিকীকরণের দিকে সম্প্রসারিত করা। এতে পুরো বিশ্বে প্লাস্টিক রিসাইক্লিং উৎসাহ পাবে। এছাড়াও লক্ষ্য রয়েছে পলিথিন ছাড়া অন্যান্য প্লাস্টিক নিয়ে পরীক্ষা চালানো যেন যে কোন প্লাস্টিক বর্জ্য-কে রূপান্তর করে জেট ফুয়েল বা অন্যান্য জ্বালানী তৈরি করা সম্ভব হয়।
মোঃ মাসরুল আহসান/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং, ন্যাচার
+1
+1
2
+1
1
+1
+1
1
+1
+1