মানবজীবনের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম হলো তার জীবনের প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা এর অভিজ্ঞতা মিষ্ট হোক বা তিক্ত, একে ঘিরে থাকা স্মৃতিগুলো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেনা।
কিন্তু এমনটা কেন হয়?
নৃবিজ্ঞানী (Anthropologist) হেলেন ফিশার বলেন,
“আমি মনে করি রাস্তায় হাঁটা প্রত্যেককে যদি তাদের প্রথম প্রেমের সম্পর্কের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে তারা আপনাকে সে সম্পর্কটার প্রতিটা বিষয় বিস্তারিতভাবে বলতে পারবে।”
তিনি ২০০৫ সালে একটি গবেষণার মাধ্যমে দেখান, মানুষের মধ্যে ভালবাসার অনুভূতি সৃষ্টিতে মস্তিষ্কে নির্দিষ্ট কিছু কার্যকলাপ সংঘটিত হয়। মজার বিষয় হলো আমরা যখন কোন কিছুতে আসক্ত হই তখনও মস্তিষ্ক অনেকটা একই ধরণের কার্যকলাপ-ই দেখায়।
হেলেন ফিশারের মতে, “আপনি যখন প্রেমে পড়েন তখন আপনি তাতে আসক্ত হয়ে পড়েন।”
দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে একজন ৭৮ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তি তার জীবনে প্রথম ভালবাসার প্রভাবের কথাগুলো জানান।
তিনি বলেন,
“তার সাথে অন্যকোনো নারীর তুলনা হয়না। তার জন্য যে অনুভূতিগুলো আমার তৈরি হয়েছিল তা আর কারও জন্য তৈরি হয়নি। এমনকি আমার বর্তমান স্ত্রীর জন্যও না।”
‘Kinsey Institute’ এর স্নায়ুবিজ্ঞানী অধ্যাপক সু কার্টার এর মতে,
“যখন ৭০ বছর বয়সী একজন মানুষ আপনাকে বলছেন তিনি তার প্রথম সম্পর্কের মতো সুখানুভূতি আর অন্য কোন সম্পর্কের মাঝে খুঁজে পাননি, তখন তার অর্থ এই দাঁড়ায় যে তার প্রথম সম্পর্কটাই তার বাকী সম্পর্কগুলোকে ফিকে করবার জন্য দায়ী।”
কেন কিছু মানুষ নিজেদের প্রথম ভালোবাসা দ্বারা এতটা প্রভাবিত হয় যে পরবর্তীতে তারা সেই অনুভূতিটা আর অন্য কারও জন্য জাগ্রত করতে পারেনা?
‘Evolutionary Psychology‘ বইয়ের লেখক লেন্স ওয়ার্কম্যান জানান,
“প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রিয়জন হারানো অনেক মহিলাদের ক্ষেত্রে বিষয়টা পরিলক্ষিত হয়েছে। এটা এক প্রকার Post-traumatic stress disorder (PTSD) বা দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য। সেসব মহিলারা মনে করতেন তারা আর কাউকেই কখনও ভালবাসতে পারবেন না।”
Connecticut College এর মনোবিজ্ঞানী জেফারসন সিংগার বলেন,
“বেশিরভাগ মানুষের মধ্যে ১৫-২৬ বছর বয়সের মাঝে memory bump ঘটে। জীবনের এ পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষ বেশি মনে রাখে।”
এর কারণ ১০-৩০ বছর বয়সী মানুষদের স্মৃতিশক্তি সবচেয়ে প্রখর থাকে। তাছাড়া জীবনের নতুন নতুন সব অভিজ্ঞতা যেমন: প্রথম ভালোবাসা, প্রথমববার গাড়ি চালানো, প্রথমবার টাকা কামানো
ইত্যাদি এ বয়সকালেই ঘটে থাকে।
State University of New York এর মনোবিজ্ঞানের অধ্যাপক আর্থার এরনের মতে,
“তোমার জীবনের প্রথম অভিজ্ঞতা পরবর্তী অভিজ্ঞাগুলোর চেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “প্রেমে পড়ার মনস্তাত্ত্বিক প্রভাব খুব তীব্র। এটাকে কোকেন গ্রহণের অনুভূতির সাথে তুলনা করা যেতে পারে।”
Psychology Today এর একটি আর্টিকেলে দেওয়া জরিপ মতে, জরিপে অংশগ্রহণকারীদের তিন ভাগের দুই ভাগ-ই নিজেদের প্রথম ভালবাসার মানুষের সাথে আবার মিলিত হতে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আরও বলা হয়, প্রথম প্রেমের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কে একটি হরমোনাল ছাপ রেখে যায়। ফলে সারাজীবন মানুষের পক্ষে সে অভিজ্ঞতাগুলোকে পুরোপুরি ভুলা সম্ভব হয়না।
যদিও এ বিষয় নিয়ে গবেষণার পরিমাণ এখনও খুবই নগণ্য। আশা করা যায় ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা সবার সামনে আসবে।
আতিক হাসান রাহাত / নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ দ্য গার্ডিয়ান, পাবমেড, ওয়াশিংটন পোস্ট, সাইকোলোজি টুডে
+1
+1
9
+1
+1
+1
+1
1
+1