একটু অদ্ভুত শোনালেও সত্য যে পৃথিবীর প্রথম কোন দেশ হিসেবে পোল্যান্ড সরকার তাদের দেশের শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে যাচ্ছে ভিডিও গেম। সে দেশের ভিডিও গেম ইন্ডাস্ট্রি গুলোর প্রতিনিধি হিসেবে ISFE (Interactive Software Federation of Europe) জানায় ২০২০/২১ শিক্ষাবর্ষ থেকে তাদের দেশের পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে This War Of Mine নামক গেইমটি।
‘দিস ওয়ার অফ মাইন’ নামের গেইমটির থিম সাধারন যুদ্ধের গেমের মতোই। তবে অন্যান্য গেমে সাধারণত খেলোয়াড়রা সরাসরি যোদ্ধা হিসেবে খেললেও এই গেমে খেলোয়াড়রা একজন সিভিলিয়ান বা সাধারন নাগরিক হিসেবেই খেলবে। আইএসএফই আরো জানায় এই গেমের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান ও একই সাথে নীতিশাস্ত্র সম্পর্কে জানতে পারবে।
আইএসএফই এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন লিটল বলেন, এটি একটি আনন্দদায়ক ব্যপার ইয়োরোপীয়ান সরকার এখন স্বীকৃতি দিচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে ভিডিও গেমের অবদান রয়েছে। একুবিংশ শতাব্দী তে ভিডিও গেমস সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা কে আর আনন্দদায়ক করতে ও শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী করে তুলতে এবং দল গঠন ও সমস্যা সমাধানে শিক্ষার্থীদের আরো পটু করে তুলতে ভিডিও গেমস এর কোন তুলনা নেই।
‘দিস ওয়ার অফ মাইন’ গেমটি ডেভেলপ করেছে যুদ্ধনির্ভর গেমিং স্টুডিও এলেভেন বিট গেমিং স্টুডিওস। বলকান দ্বন্দ্বের উপর নির্ভর করে বানানো এই গেমে খেলোয়াড়দের বেঁচে থাকার জন্যে খাদ্য আশ্রয় ও চিকিৎসা পাওয়ার জন্যে কিছু নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
আকিল রহমান/ নিজস্ব প্রতিবেদক