হোয়াটসঅ্যাপ এর ব্যাপারে আমরা কে না জানি!
হোয়াটসঅ্যাপ হলো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম এবং এর ব্যবহার খুব সহজে করা যায়। কিন্তু, বিষয় হলো কিভাবে ফোনবুকে নাম্বার সেইভ না করে আমরা যোগাযোগ করতে পারি? যদিও অফিসিয়াল ভাবে হোয়াটসঅ্যাপে ফোনবুকে নাম্বার সেইভ না করে যোগাযোগ করা যায় না।
আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে অপরিচিত অনেকের সাথে যোগাযোগ করতে হয় তার জন্য তাদের নাম্বার আমাদের ফোনবুকে সেইভ করতে হয়। সেক্ষেত্রে, ফোনবুকে নাম্বার সেইভ না করে যোগাযোগ করা একটি গুরুত্বপূর্ণ ফিচার বলা যায়। তাই, আমরা আপনাদের কে বলতে যাচ্ছি, কিভাবে হোয়াটসঅ্যাপ ফোনবুকে নাম্বার সেইভ না করে যোগাযোগ করা যায়।
যদিও কিছু থার্ড পার্টি অ্যাপস রয়েছে, যা আপনাকে ফোনবুকে নাম্বার সেইভ না করে যোগাযোগ করতে সাহায্য করবে। তবে, সেই অ্যাপস গুলো আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে, এছাড়াও ওগুলো ব্যবহারের কারনে, আপনার একাউন্ট বন্ধ করে দিতে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ।
আমাদের এই পদ্ধতিটি এন্ড্রয়েড এবং আইওএস (IOS) দুটো সিস্টেমের জন্য কার্যকর। আপনাকে শুধু ব্রাউজারের সাহায্যে অল্প কিছু স্টেপ অনুসরণ করতে হবে, তা নিম্নে দেয়া হলো:
১. আপনার যেকোনো ফোনের ব্রাউজারে চলে যান। এখন, আপনি এই লিঙ্ক http://wa.me/xxxxxxxxxx, or this link — http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx টি কপি করে আপনার ব্রাউজার এড্রেস বারে পেস্ট করুন।
২. “xxxxxxxxxx” এই জায়গা টায় আপনি আপনার নাম্বারটির কান্ট্রি কোড সহ যুক্ত করুন। তাহলে আপনি যদি +৮৮০১৯০০০০০০০ নাম্বার টিতে মেসেজ করতে চান তাহলে লিঙ্ক টি হবে http://wa.me/+৮৮০১৯০০০০০০০। (এখানে +৮৮ বাংলাদেশের মোবাইল নাম্বারের কান্ট্রি কোড ব্যবহার করা হয়েছে। )
৩. তারপর, আমরা লিঙ্ক টি ব্যবহারের পর, আমাদের “ওপেন দা লিঙ্ক “ নামে একটি অপশন আসবে।
৪. এরপর, আপনি গ্রাহক নাম্বার সহ হোয়াটসঅ্যাপের একটি ওয়েবপেইজ দেখতে পারবেন এবং সাথে পাবেন একটি গ্রিন মেসেজ বাটন। গ্রিন মেসেজ বাটন টি ক্লিক করে আপনি বার্তা প্রেরন করতে পারবেন।
৫. আপনি এখন নাম্বার ফোনবুকে সেইভ না করে হোয়াটসঅ্যাপে যেকোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন।
এতে কোনো সন্দেহ নেই যে, হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম।তবে, ফোনবুকে নাম্বার সেইভ না করে যোগাযোগ করার ফিচারটির চাহিদা অনেক মানুষের রয়েছে। খুবই ভালো হয় যদি হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ এই ফিচারটির সংযুক্ত করে আর ততক্ষন পর্যন্ত এই পদ্ধতিটি আপনার জন্য যাতে আপনি আপনার ফোনবুকে নাম্বার সেইভ করার ঝামেলা ব্যতিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
আল-আমিন/নিজস্ব প্রতিবেদক
এগুলো পড়ুন
নোটিফিকেশন-ই কি আমাদের স্মার্টফোন আসক্তির কারণ? -না কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মিনি-ব্রেইন: যা বুঝতে পারবে আঘাত প্রাপ্ত হলেই! কম্পিউটার ভিশন সিন্ড্রোম: বর্তমান সময়ের অন্যতম স্বাস্থ্যঝুঁকি |
তথ্যসূত্রঃ এনডিটিভি.গ্যাজেটস