মঙ্গলবার ওয়াল স্ট্রিটের জার্নালের প্রকাশ করা এক প্রতিবেদন থেকে জানা যায় যে টিকটক প্রায় ১৮ মাস ধরে ব্যবহারকারীদের MAC (ম্যাক) এড্রেস সংগ্রহ করেছে। এটি সম্পূর্ণ অবৈধ ও নিয়মের বাইরে। ম্যাক এড্রেস হলো প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসের একটি ইউনিক আইডি। এই এড্রেসের মাধ্যমে প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসকে আলাদা আলাদাভাবে সনাক্ত করা যায়। ম্যাক এড্রেস এর মাধ্যমে সহজেই যে কারো ডিভাইস ডিটেক্ট করা করা যায়।
ইতোপূর্বে ২০১৫ সালে iOS অ্যাপ স্টোর এবং Google Play Store উভয়েই ম্যাক এড্রেস সংগ্রহ নিষিদ্ধ হিসেবে ঘোষণা করে। তবে টিকটক এই নিয়ম মানে নি, টিকটক একটি লুপহোল এর মাধ্যমে ব্যবহারকারীদের ম্যাক এড্রেস সংগ্রহ জারি রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায় যে, টিকটকের মতো গুগল প্লে স্টোরের প্রায় ৩৫০ টি অ্যাপ এভাবে লুপহোলের সাহায্যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে ম্যাক এড্রেস সংগ্রহ করেছে।
জার্নাল থেকে আরও জানা যায়, টিকটক গত বছরের নভেম্বর মাসে ওয়াশিংটন থেকে পাওয়া রাজনৈতিক চাপের জন্য ম্যাক এড্রেস সংগ্রহ করা বন্ধ করেছে। অনুসন্ধান থেকে জানা গিয়েছে, টিকটক তার ব্যবহারকারীদেরকে এই তথ্য সংগ্রহ সম্পর্কে জানায়নি, তাই ব্যবহারকারী চাইলেও এই সেটিংসটি বন্ধ করতে পারত না।
টিকটক নিয়ে ব্যাপক সমালোচনার এই মুহূর্তে এমন তথ্য খোলাসার ফলে টিকটক চালনাকারী চীনা প্রতিষ্ঠানকে হোয়াইট হাউস থেকে মার্কিন ব্যবহারকারীদের তথ্য অ্যাক্সেসের বিষয়ে ব্যাপক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
হোয়াইট হাউজ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান, বাইট ড্যান্সের সাথে সমস্ত মার্কিন লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে মাইক্রোসফট এর সাথে এই বিষয়ে আলোচনা করছে, তবে এই বিষয় কতদূর আগাবে তা নিয়ে কেউ এখনো নিশ্চিত নয়।
টিকটকের পক্ষ থেকে এই বিষয়ে যুক্তি এসেছে যে, টিকটকও অন্যান্য স্ট্যান্ডার্ড মোবাইল অ্যাপের মতোই তথ্য সংগ্রহ করে, অতিরিক্ত কোনো তথ্য সংগ্রহ করেনা। দ্যা ভার্জ-কে দেওয়া তথ্যানুসারে, আরো দাবী করা হয়েছে যে, টিকটকে প্রতিনিয়তই সিকিউরিটি আপডেট দেওয়া হয় এবং টিকটকের নতুন ভার্সন গুলোতে ম্যাক অ্যাড্রেস সংগ্রহ করা হয়না। টিকটকের একজন প্রতিনিধির মতে, তারা সবসময় টিকটক ব্যবহারকারীদের অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করার পরামর্শ দেন।
নিশাত তাসনিম/ নিজস্ব প্রতিবেদক