প্রাণঘাতী করোনাভাইরাস-এ আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন ধূমপায়ীরা।
গবেষকরা বলছেন, ধূমপান হলো ফুসফুস রোগের কারণ। ধূমপানের ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জোর ঝুঁকি রয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছেন, ধূমপান করা ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমিয়ে দেয়।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’স কিরবি ইনস্টিটিউটের বায়োসিকিউরিটি বিভাগের প্রধান রেইনা মকন্টায়ার বলেছেন, যাদের ফুসফুসজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই ভাইরাস খুবই নির্দয়।
গবেষণায় দেখা গেছে, অতীতের সার্স ও চলমান করোনাভাইরাসের মতো মহামারিতে শিশুরা অপেক্ষাকৃত কম আক্রমণের শিকার হয়েছে। সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছেন বয়স্করা। তবে এর সঠিক কারণ এখনও জানতে পারেননি গবেষকরা।
তবে গবেষকরা এর সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন, তামাক জাতীয় দ্রব্য সেবন ও দূষণ কে।
অন্যদিকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সনজয়া সেনানায়েক বলেছেন, ‘যদিও করোনাভাইরাস ও ধূমপানের মধ্য আমরা এখনও পর্যন্ত সরাসরি কোনো যোগসূত্র খুঁজে পাইনি, তারপরও সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য সেবন অন্যান্য সমস্যা তৈরি এবং করোনা মোকাবিলায় মারাত্মক প্রভাব ফেলতে পারে।’
এই গবেষক পরামর্শ দিয়ে বলেছেন, ধূমপান ছেড়ে দেয়া সবসময়ের জন্যই মঙ্গল। কারণ ধূমপায়ী শুধু নিজের নয়, তার আশেপাশের মানুষদের ও ক্ষতি করে ও মৃত্যুঝুঁকি বাড়ায়। তা ছাড়াও এটি শিশুদের মস্তিষ্কের গঠন ও বুদ্ধিবিকাশের ক্ষেত্রেও বাঁধা সৃষ্টি করে।
তাই আপনি ধূমপায়ী হলে আজই ধূমপান ছেড়ে দিন। অন্যথায় প্রাণঘাতী করোনাভাইরাসের সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন আপনি।
তাহসিন হোসেন রাহি/ নিজস্ব প্রতিবেদক