অস্কার প্রাপ্ত ফিকশনাল মুভি “শেপ অব ওয়াটার“- এ দেখানো হয়েছিল মানুষ ও আম্ফিবিয়ান মানবের মধ্যকার প্রেমের সম্পর্ক। কিছুটা অস্বাভাবিক মনে হলেও বাস্তবেও মানুষের সাথে জড়বস্তু বা প্রাণীর প্রেম এর সম্পর্ক গড়ে উঠার ঘটনা নতুন কিছু নয়।
১। মার্গারেট হওয়ে (মানুষ) ও পিটার (বটলনোজ ডলফিন)
১৯৬০ সালের দিকে নাসার করা এক গবেষণার জন্য ২০ বছরের যুবতী মার্গারেট হওয়ে ও বটলনোজ প্রজাতির ডলফিন পিটারকে কিছু সপ্তাহ এক সাথে রাখা হয়। ঘটনাক্রমে মার্গারেটের প্রেমে পড়ে যায় পিটার। পিটারের এই প্রেমে পড়ার বিষয়টি টের পায় বিজ্ঞানীরা, ফলে অনতিবিলম্বে মার্গারেটকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। গবেষকদের মতে, ব্রোকেন হার্টের কারণে পানির নিচে দম আটকে রেখে আত্মহত্যা করে পিটার। (শ্বাস নেওয়ার জন্য ডলফিনকে পানির উপর আসতে হয়। পানির নিচে ডলফিন টানা ১৫ মিনিট থাকতে পারে।) পরবর্তীতে মার্গারেট পিটারের সাথে তার এই সম্পর্কের কথা স্বীকার করেন। অনেকে বলেন যে, শেপ অব ওয়াটার- এর থেকেই অনুপ্রানিত।
২। পেস্কেল সেলিক (মানুষ) ও কম্বল
পেস্কেল তার দীর্ঘদিন ধরে ব্যবহৃত কম্বলকে বিয়ে করেন। তার মতে, তার কম্বল এবং তার মধ্যে ছিল অনেকদিনের গভীর প্রেম। তাদের এই বিয়ের অনুষ্ঠানে ১২০ জন অতিথি উপস্থিত ছিল। পেস্কেল আরও দাবি করেন, ভালোবাসার বাণী প্রচার করতে তিনি এমনটা করছেন।
৩। আমান্ডা লার্জ তিগ (মানুষ) ও জ্যাক তিগ (ভূত)
৪৬ বছর বয়সী আমান্ডা খবরের শিরোনাম হন যখন তিনি দাবি করেন যে, তিনি ৩০০ বছর বয়সী জ্যাক তিগের ভূতকে বিয়ে করেন। তাদের বিয়ে পড়ায় এক তান্ত্রিক। আমান্ডা বিশ্বাস করতেন, জ্যাক তার সোলমেট। যদিও বাস্তবে জ্যাকের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে আমান্ডা ও জ্যাকের মধ্যে বিবাহবিচ্ছেদও হয়। উল্লেখ্য, জ্যাক স্পেরোর চরিত্র জ্যাক তিগের উপর ভিত্তি করে লিখা হয়েছে বলে দাবি করা হয়।
৪। এডি (মানুষ) ও চিতা (শিম্পাঞ্জি)
সম্প্রতি তাদের এই সম্পর্কের কথা সবার সামনে আসে যখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিতাকে দলচ্যুত করার অভিযোগে এডিকে চিড়িয়াখানা থেকে বহিস্কার করে। এডি সপ্তাহে একবার করে চিতার সাথে দেখা করতো এবং কাচের দেয়ালের পাশাপাশি বসে তারা একজন আরেকজনকে চুমু প্রদর্শন করতো।
৫। আমান্ডা রজার্স (মানুষ) ও সেবা (কুকুর)
৪৭ বছর বয়সী আমান্ডা তার পোষা কুকুর সেবাকে বিয়ে করেন। তার দাবী, তার জীবনসঙ্গী হিসেবে সেবা থেকে ভালো আর কেউ হতে পারে না। কারণ তিনি যখন দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একমাত্র সেবাই ছিল। ২০০ জন অতিথির সামনে তারা তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেছিলেন!
বিজ্ঞানীদের মতে, জড় বস্তু বা প্রাণীর প্রতি এই আকর্ষণ বা প্রেম মোটেও স্বাভাবিক নয়। মানসিক সমস্যার কারণে হতে পারে এমন ঘটনাগুলো। এই অস্বাভাবিক আকর্ষণগুলোর বৈজ্ঞানিক নাম হলো: অবজেক্টোফিলিয়া (জড় বস্তুর প্রতি আকর্ষণ), জুওফিলিয়া (প্রাণীদের প্রতি আকর্ষণ)।
উপরের এতগুলো ঘটনার মধ্যে আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে?
ফারিহা করিম/ নিজস্ব প্রতিবেদক