স্মার্টফোনের ম্যালওয়ারের বিষয়ে অল্প-বিস্তর ধারণা নিশ্চয়ই রয়েছে সকলের। আর জোকার ম্যালওয়ার? জানেন সেটি কী বস্তু? এক কথায় ভয়ংকর! সম্প্রতি এই ম্যালওয়ারের কারণে গুগল প্লে স্টোর থেকে মোট ১১টি অ্যাপ্লিকেশনকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ১১টি অ্যাপই ফোনের মধ্যে ম্যালওয়ার জোকার ঢুকিয়ে দেয় ব্যবহারকারীর অজান্তেই। যে যে অ্যাপে লুকিয়ে ছিল জোকার ম্যালওয়ার সেগুলি হলঃ
com.cheery.message.sendsms (two different instances)
com.peason.lovinglovemessage
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram এবং
com.training.memorygame
এই জোকার ম্যালওয়ার আসলে কী?
জোকার ম্যালওয়ার মূলত একটি “ট্রোজান ম্যালওয়ার“। ব্যবহারকারীর কোনো অনুমতি ছাড়াই জোকার ম্যালওয়ার বিভিন্ন ধরনের প্রিমিয়াম সার্ভিসের জন্য সাইন আপ করিয়ে দেয়। এর ফলে নিজের অজান্তেই দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। শুধু তাই নয়, এই অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয় তথ্য চুরি করে নিচ্ছে হ্যাকাররা। হ্যাকাররা আসলে গুগল প্লে-সার্ভিসের প্রোডাকশন বাইপাস করার মধ্য দিয়ে খুব সহজেই ঢুকে পড়তে পারে আপনার ফোনে। আর এক্ষেত্রে হ্যাকারদের সাহায্য করে ঐ অ্যাপগুলোই।
গুগল প্লে স্টোর এই অ্যাপ গুলোকে সরালেও, আশঙ্কার বিষয় হচ্ছে ব্যবহারকারীর ফোনে এই অ্যাপ গুলো এখনোও যদি থাকে, তাহলে সমূহ বিপদ। কারণ গুগল প্লে স্টোর সরিয়ে দিয়েছে, কিন্তু আপনি এখনো সরাননি। তাই অ্যাপ গুলো কাজ করতেই থাকবে। যদি আপনার ফোনে এই অ্যাপ গুলো থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ফোন থেকে সরিয়ে ফেলুন তাদেরকে।
চেক পয়েন্ট রিসার্চাররা জানিয়েছেন, এখনো ফোন থেকে ব্যবহারকারীরা অ্যাপ গুলোকে না সরালে বিপদ হতে পারে বড়োসড়ো। কারণ তাদের বক্তব্য, এই ধরনের জোকার ম্যালওয়ার(Joker malware) যুক্ত অ্যাপ্লিকেশন গুলো খুঁজে বের করা অত্যন্ত কষ্টকর। এমনকি অ্যাপ্লিকেশন গুলো আবারও গুগল প্লেস্টোরে ফিরে আসতে পারে বলে আশঙ্কা তাদের।
১১ই নভেম্বর ২০২০, Nature পাবলিকেশনের একটি প্রতিবেদনে, ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির একটি নতুন গবেষণা প্রকাশিত হয়। সেখানে গবেষকরা বলেছেন, মানুষের...