স্মার্টফোন আমাদের জীবনে অতি প্রয়োজনীয় এক যন্ত্র। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে সারাদিনই আমাদের স্মার্টফোন-এ নানা কাজ করতে হয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমাদের এই অতি প্রয়োজনীয় সেলফোন গুলোই উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া বহন করে থাকে। এ সম্বন্ধে ইউনিভার্সিটি অব অ্যারিজোনা-এর এক গবেষণায় দেখা গেছে ক্ষেত্রবিশেষে একটি স্মার্টফোন একটি টয়লেট সিট এর চেয়েও দশগুণ বেশি ব্যাকটেরিয়া বহন করে। নিঃসন্দেহে এটি এক ভয়ংকর তথ্য।
জীবাণুর এ ছড়িয়ে পড়া রোধ করতে ইলেকট্রনিক্স ও মোবাইল ফোন কোম্পানি ‘বুলিট‘ বিশ্বের প্রথম অ্যান্টিব্যাকটেরিয়াল ফোন উন্মোচন করেছে। ফোনটি ক্যাটারপিলার (সিএটি) সংস্থার অধীনে বাজারজাত করা হবে এবং এর নাম দেয়া হয়েছে ‘CAT S42‘।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল অনুসারে, ব্যাকটেরিয়ার উৎপত্তি ও ছড়িয়ে পড়া রোধ করতে উৎপাদনকালীন সময়ে স্মার্টফোনটিতে সিলভার আয়ন যুক্ত করা হয়েছে। বুলিট এর দাবি এই ধাতব আয়ন ১৫ মিনিটের মধ্যে ৮০ শতাংশ এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত জীবাণুর বিস্তার রোধ করবে। বিশেষভাবে মনে রাখা দরকার ফোনটি কখনোই কার্যকরভাবে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রশমিত করতে পারবে না বা জীবাণুনাশ করবেনা। বরং এটি জীবাণুরোধী অর্থাৎ অনুজীবের ছড়িয়ে পড়া ও পুনরায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিবে।
নির্মাতাগণ জানান ‘CAT S42’ সসম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তাই একে পরিস্কার করার জন্য নিয়মিত সাবান, পানি, জীবাণুনাশক এমনকি ব্লিচ-ও ব্যবহার করা যাবে বলে জানান গবেষকরা। বুলিট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট পিটার কানিংহাম বলেন, “যারা স্বাস্থ্য সেবা ও সামাজিক সেবায় কাজ করেন এবং তাদের চাকরির জন্য বিভিন্ন স্থানে নিয়মিত যেতে হয় এ ফোন তাদের জন্য দারুণ সুফল বয়ে আনবে।” একে ভেজা আঙ্গুলে এবং গ্লাভস পরা অবস্থাতেও ব্যবহার করা যাবে।

CAT S42 ফোনটিতে রয়েছে 4200 mAH ব্যাটারি, পানি ও ধূলিকণা প্রতিরোধী ক্ষমতা, ৫.৫ ইঞ্চির টাচস্ক্রীন। এতে আরো রয়েছে 3GB RAM ও আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। 13 mega pixel মূল ক্যামেরা ও 5 mega pixel ফ্রন্ট ক্যামেরা থাকবে ফোনটিতে। এতে দুটো সিম কার্ড ব্যবহার করা যাবে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ফোনটির ওয়ারেন্টি মেয়াদ দুই বছর। এ বছরই ফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে বলে জানানো হয়। ফোনটির বাজারমূল্য হতে পারে ২২৯ পাউণ্ড স্টার্লিং, বাংলাদেশী মুদ্রায় এর দাম হতে পারে আনুমানিক ২৬ হাজার টাকা।
মো.মাসরুল আহসান/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মেইল
+1
1
+1
1
+1
+1
5
+1
+1
+1
1