মাঝে মাঝে এম্বুলেন্সে কিংবা হাসপাতালে কিছু প্রতীক দেখা যায়। যেগুলিকে আমরা ডাক্তারের স্টেথোস্কোপ অথবা চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ভেবে ভুল করে বসি।
প্রতীক গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, একটি সাপ একটি লাঠিকে পেঁচিয়ে আছে। আসলে সাপের কামড় আমাদের জন্য খুবই বাজে জিনিস। তাছাড়াও চিকিৎসাশাস্ত্রের মত একটা ক্ষেত্রে প্রাণির প্রতীক ব্যবহার করা হবে তা কেমন দেখায়? কিন্তু সত্যিকারের ঘটনাটা আসলে একটু ভিন্ন। চলুন জেনে নিই সেই ঘটনাটি।
প্রতীকের দুটি দিক রয়েছে। ডানার দিকটা হচ্ছে সেটা হচ্ছে Caduceus এবং যে লাঠিটি দেখা যাচ্ছে সেটা অলিম্পিয়ান দেবতা হার্মিস বহন করত। গ্রীক মিথলজিতে হার্মিসকে বলা হয় দেবতা এবং মানুষদের মধ্যে বার্তা বাহক (এটি প্রতীকের ডানার দিকটার প্রতি ইঙ্গিত করে) গ্রীক মিথলজিতে হার্মিস আন্ডারওয়ার্ল্ডেরও পথ প্রদর্শক (এটি লাঠির দিকে ইঙ্গিত করে)। হার্মিসকে আবার ভ্রমণকারীদের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। এজন্যই বোধহয় চিকিৎসাশাস্ত্রের প্রতীকের সাথে এই প্রতীকটি খুবই খাপ খাইয়ে গেছে কারণ, আগেকার দিনে ডাক্তারদের অনেকদূর ভ্রমণ করতে হত এবং রোগীদের দেখতে যেতে হতো।
বলা হয়ে থাকে হার্মিসকে লাঠিটি দেবতা অ্যাপোলো প্রদান করেছিলেন। দেবতা অ্যাপোলোকে বলা হয় রোগমুক্তির দেবতা। আবার বলা হয়ে থাকে তাকে জিনিসটি কিছুু সাদা ফিতা দ্বারা মুড়িয়ে প্রদান করেছিল দেবতা জিউস। জিউসকে গ্রীক মিথোলজিতে দেবতাদের রাজা বলা হয়ে থাকে। ফিতাগুলি এরপর সাপদ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল। কারণ একটি গল্পে বলা হয়েছে যে ফিতাগুলি দুটি লড়াইকারী সাপকে পৃথক করতে ব্যবহার করা হয়েছিলো। পরবর্তীতে সাপগুলি লাঠির চারদিকে নিজেকে পেঁচিয়ে রাখে। যেটি সেখান শান্তি রক্ষার্থে ভারসাম্য বজায় রাখছিল এই মর্মার্থ বুঝায়।
পূর্বে চিকিৎসা শাস্ত্রের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো Asclepius. যদিও এক্ষেত্রে কোনো ডানা নেই এবং রয়েছে মাত্র একটি সাপ। দেবতা অ্যাপোলো এবং করোনিসের পুত্র Asclepius চিকিৎসা শাস্ত্রের গ্রীক ডেমিগড। বিশ্বাস করা হয়, তিনি অসুস্থ মানুষের স্বাস্থ্য পুনরায় ঠিক করে দিতে পারতেন এবং মৃত মানুষকে নতুন জীবন দান করতে পারতেন।
বলা হয়ে থাকে মৃত মানুষকে জীবিত করার মাধ্যমে প্রাকৃতিক শৃঙ্খলা বিকৃত করার জন্য এসক্লেপিয়াসকে দেবতারাজ জিউস হত্যা করেন। অন্য মতবাদ অনুযায়ী জিউস তাকে হত্যা করেন ঘুষ লেনদেনের জন্য। তাকে হত্যা করে জিউস নক্ষত্রের মধ্যে সর্প বাহক হিসেবে রেখেছিলেন।
গ্রীকরা সাপকে খুবই পবিত্র হিসেবে বিবেচনা করত এবং এসক্লেপিয়াসকে সম্মান জানাতে নিরাময় হিসেবে ব্যবহার করতো। আবার সাপের বিষকে বিভিন্ন নিরাময়ের হিসেবে মনে করা হতো। তাদের ত্বকের স্বাস্থ্য রক্ষায় সাপের বিষ ব্যবহার করা হতো।
চিকিৎসাশাস্ত্রের প্রতীকের পেছনের এই ইতিহাস জানা থাকলে আজ থেকে পরবর্তীতে কেউই আর চিকিৎসা শাস্ত্রের প্রতীকটি দেখে ভয় পাবে না বরং জানবে এর পেছনের হাজার বছরের চলে আসা বিশ্বাস ও লোককাহিনী!
২০২১ সালের রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান কে। 'অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া' এর...