কোভিড-১৯ পুরো পৃথিবীতে হানা দিয়েছে। যারা এর থেকে পরিত্রাণ পাচ্ছে বা সুস্থ হচ্ছে তারাও ভবিষ্যতে ঝুঁকিতে রয়েছেন। ইউকে তে প্রায় ১০ হাজারের মতো কোভিড-১৯ রোগী রয়েছেন যারা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত হওয়ার পরও আরও নানা রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছেন।
ভাইরাসটির উৎপত্তিস্থল চায়না এবং ইউরোপের ইতালিতেও মহামারী হিসেবে আঘাত হানা এই ভাইরাসটি থেকে যারা সুস্থ হয়েছেন তাদের অনেককেই এখন দীর্ঘস্থায়ী হার্টের সমস্যায় ভুগতে হচ্ছে। ইতালির একজন কার্ডিওলজিস্ট বলেন যে, আমরা হাসপাতালে যা দেখছি তা খুবই কম। এবং তিনি আরও যুক্ত করেন যে এখন তারা ভাইরাসটি ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত।
তার ধারণা, ভাইরাসটি বিশেষত ফুসফুসে প্রভাব ফেলতে পারে। কোভিড-১৯ এ আক্রান্তের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভাইরাসটি ফুসফুসের খুবই গভীরে চলে যায় এবং ফুসফুসের ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি কে সম্পূর্ণ তরলে পরিপূর্ণ করে। যার ফলে ফুসফুস থেকে রক্তে অক্সিজেন স্থানান্তর এবং কার্বন ডাই অক্সাইডের বের হওয়ার কাজ এ ব্যাঘাত ঘটে।
মূলত কোভিড-১৯ এর ক্ষেত্রে উভয় ফুসফুসে সংক্রমণ দেখা যায়। যা অনেকটা নিউমোনিয়ার মতো। যার ফলে রোগীর শ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং একপর্যায়ে ফুসফুস মারাত্মকভাবে ফুলে যায়। এবং শ্বাস নিতে সমস্যা হওয়ায় এক্ষেত্রে ভেন্টিলেটর ব্যবহার করতে হয়। দেখা যায় যে কোভিড-১৯ রোগী যখন সুস্থ হয় তখনও তাদের ফুসফুসের ফাইব্রোসিস থাকতে পারে যা শ্বাসকষ্টের মাত্রা বাড়িয়ে দেয়।
সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয় যে কোভিড-১৯ এর কারণে ফাইব্রোসিসের সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ফুসফুসে ফাইব্রোসিস সমস্যা দীর্ঘস্থায়ী ভাবে রয়ে যেতে পারে। চীনে দেখা গেছে যাদের কোভিড-১৯ এর কোন উপসর্গ ছিল না কিন্তু ফাইব্রোসিসের সমস্যা ছিল পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে তারা কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
মার্চে হংকংয়ের একটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় যা তাদের পূর্বে ছিল না। ইউকে এর “scientific advisory group for emergencies” সতর্ক বার্তা দেয় যে, যারা কোভিড-১৯ থেকে পরিত্রান পেয়েছেন তারা আগের তুলনায় দুর্বল ও শ্বাসকষ্টে ভুগতে পারেন।
গবেষণায় দেখা যাচ্ছে যে সুস্থ ,ফিট এবং ইমিউন শক্তি যাদের ভালো সেসব ব্যক্তির ক্ষেত্রে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পরও ফুসফুসের সমস্যা দেখা যাচ্ছে। আবার কোভিড-১৯ রোগীদের ফুসফুসে, কিডনিতে বা হৃদপিন্ডে ক্ষতিকর প্রভাব সাথে সাথে মস্তিষ্কেও অনেকেও এর প্রভাব পড়েছে।
তবে কার্ডিওভাসকুলার সিস্টেম এর ক্ষতিকর প্রভাব অনেক রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী হয়েছে। অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেছে রক্ত সঞ্চালন আগের মতো থাকছেনা। কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি যারা সুস্থ হচ্ছেন তাদের এ ধরনের সমস্যা ভবিষ্যতে সত্যিই অনেক বেশি প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
সৈয়দ মহিউজ্জামান/ নিজস্ব প্রতিবেদক