বেশ কিছুদিন আগে চায়না উহান হাসপাতাল থেকে বলা হয়েছে যে ,যেসব পুরুষেরা করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন তাদেরকে পুনরায় হাসপাতালে শরণাপন্ন হতে।
কেননা উহান হাসপাতালের চিকিৎসকরা মনে করেছিল তাত্ত্বিকভাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুরুষের জন্মদান সম্পর্কিত অঙ্গের ক্ষতি হতে পারে। এবং চীনের পাবলিক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
কিন্তু চীন সরকার পরবর্তীতে এই তথ্যটি তাদের ওয়েবসাইট থেকে মুছে ফেলেন কারণ তথ্যটি চিকিৎসকরা তাত্ত্বিকভাবে অনুধাবন করেছিলেন যা কোনো বাস্তব প্রমাণ এখনও পাওয়া যায়নি।
তবে তাত্ত্বিকভাবে চিকিৎসকদের ধারণা সঠিক ছিল কেননা করোনাভাইরাস জিনগতভাবে সারস ভাইরাসের মতই এবং এই সারস ভাইরাস উপরের কাজটিই করেছিল !
তবে চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন যারা এখন নতুন করে বেবি নিতে চাচ্ছেন করণায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তারা যেন একবার হাসপাতালে এসে চেকআপ করায়।
অবশেষে বলা যায় যে, উপরোক্ত বিষয়গুলো শুধুমাত্র চিকিৎসকদের তাত্ত্বিক ধারণা তা বাস্তবে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও দেখুন –
১।রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
২।লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না