নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইনের টুইট থেকে জানা গেছে, নাসা এবং টম ক্রুজ মহাকাশে একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে আলোচনায় বসেছে। গত মঙ্গলবার প্রথম এই তথ্য প্রকাশিত হয়। টম ক্রুজের এই চলচ্চিত্রের কাজটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে ধারণা করছে সবাই।
এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি আ্যকশন-এডভেঞ্চার টাইপ মুভি হবে তবে তা টম ক্রুজ অভিনীত “মিশন ইম্পসিবল” চলচ্চিত্র সিরিজের মতো হবে না, যা ১৯৯৬ সালে প্রথম শুরু হয়েছিল।
|
টম ক্রুজের সাথে নাসা ও স্পেস–এক্স এর এই সম্ভাব্য আলোচনার কথা সর্বপ্রথম প্রকাশিত হয় “ডেডলাইন”–এ, ওই বিবৃতিতে জানানো হয়, এই প্রজেক্টটিতে প্রযুক্তিবিদ এলন মাস্ক পরিচালিত মহাকাশযান প্রতিষ্ঠান স্পেস–এক্স ও নাসা একত্রে কাজ করতে পারে। তবে চলচ্চিত্রটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত এর জন্য কোনো প্রোডাকশন হাউজ বা স্টুডিওর সাথে আলোচনা হয়নি।
তবে ব্রাইডেনস্টাইনের টুইট এবং তার বিপরীতে এলন মাস্কের রিপ্লাই “এটা অবশ্যই অনেক আনন্দদায়ক হবে” চলচ্চিত্রটির সম্পর্কে অনেকটাই নিশ্চিত করে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নাসা জানিয়েছে, “এখনই নয়।”অন্যদিকে জিম ব্রাইডেনস্টাইনের প্রেস সেক্রেটারি, ম্যাথিউ রাইডেন ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, “যথাযথ সময়ে এই চলচ্চিত্রটি প্রসঙ্গে আরও বিস্তারিত জানানো হবে।”
বুর্জ খলিফার মাথায় বসে সেলফি নেওয়া ইথান হান্ট লাস্ট মুভিতে হেলিকপ্টার চালাতে পাইলট লাইসেন্স নিয়েছিল। এবার নাসার সাথে কাজ করে দর্শকদের স্পেশাল এফেক্টের স্পেস আর রিয়েল স্পেসের পার্থক্য দেখাবেন। হাতে অবশ্য মিশন ইম্পসিবল ৭-৮ রয়েছে। তাই যদিও এই মুভি প্রোডাকশনে যায়, আগামী ৫-৬ বছরে রিলিজ হওয়ার সম্ভাবনা নেই।
এগুলো পড়েছেন ? |
এর আগে ফেব্রুয়ারিতে স্পেস–এক্স তাদের নতুন মহাকাশযান “স্পেস–এক্স ক্রু ড্রাগন” এ চারজন সাধারন নাগরিক সহ ২০২১ সালের শেষে বা ২০২২ সালের শুরুতে পৃথিবীর চারপাশে পরিভ্রমনের জন্য রওনা দিবে ঘোষনা দিয়েছিলো, হয়ত এই মহাকাশযানটিই ব্যবহৃত হবে এই চলচ্চিত্রের শুটিং এর জন্য।
সোর্সঃ দ্যা ভার্জ
সাদিয়া বিনতে চৌধুরী / নিজস্ব প্রতিবেদক