সম্প্রতি Christie নামক এক নিলাম সংস্থা থেকে একটি ডিজিটাল শিল্পকর্ম বিক্রি করা হয় ৬৯ মিলিয়ন ডলারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ক্রেতা কোন ভাস্কর্য পাবেন না, এমনকি শিল্পকর্মটির কোন মুদ্রিত কপিও পাবেন না। তিনি কেবল একটি টোকেন পাবেন যেটা এনএফটি (NFT) নামে পরিচিত। আবার কিছুদিন আগেই শুনেছেন বা হয়তো দেখেছেন, টুইটারের ১ম টুইটটি বিক্রি হচ্ছে। হয়তো মনে প্রশ্ন জাগছে, ‘একটি টোকেন কেউ কেন এতো দাম দিয়ে কিনবে?’ কিংবা, ‘আরেহ একজনের টুইট অন্যজন আবার কিভাবে কিনে?! তাও আবার টোকেন হিসেবে?’ চলুন জেনে নেয়া যাক কি এই টোকেন, কেন এতো দামি!
NFT মূলত Ethereum গোত্রের ক্রিপ্টোকারেন্সি। এটি বিটকয়েনের মতই একটি ডিজিটাল মুদ্রা। একে ETH কয়েন বলা হয়। ETH কয়েন এরই একটি অনন্য রুপ হচ্ছে এনএফটি (NFT), মূলত নন ফানজিবল টোকেন কে সংক্ষেপে এনএফটি বলা হয়।
নন-ফানজিবল বলতে অনেকটা একক বা অনন্য কিছুকে বোঝায়। তার মানে একে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না বা বিনিময় করা যায় না।
এই ধারণাটি বুঝতে হলে বিটকয়েন এর একটি উদাহরণ দেয়া যেতে পারে, বিটকয়েন একটি ফানজিবল টোকেন, একে অন্য বিটকয়েন এর সাথে বিনিময় করা যায় বা কিছু অংশ বিনিময় করা যায়। কিন্তু এনএফটি এর ক্ষেত্রে একে কিছু অংশে বিভক্ত করে বিনিময় করার সুযোগ নেই। এটি মূলত একটি বস্তুর মালিকানা দেয় এর ক্রেতাকে। যেমনঃ মোনালিসা নামক শিল্পকর্মটির অনেক রেপ্লিকা হয়তো অন্য কেউ তৈরি করতে পারে বা বিক্রি করতে পারে। কিন্তু এর মালিকানা এনএফটি টোকেন ধারিরই থাকবে।
এটি মূলত একটি ব্যক্তিগত সংগ্রহের মত। আমাদের অনেকের শখ যেমন স্ট্যাম্প কালেক্ট করা তেমনি এটি কোনকিছুর ডিজিটাল মালিকানা সংগ্রহ করার মত। এখন প্রশ্ন হলো, এটি কি সাধারণ মানুষকে ওই শিল্পকর্মটি ব্যবহার থেকে বাঁধা দিবে?
না, ৬৯ মিলিয়ন ডলারে বিক্রি হওয়া শিল্পকর্মটিও অনেকে অনলাইনে শেয়ার করছেন। হয়তো অনেকে এরূপ আরও শিল্প তৈরি করে বিক্রিও করবে। তবে অরিজিনাল শিল্পের মালিকানা এনএফটি ধারিরই।
তার মানে মানুষ মিলিয়ন ডলার খরচ করছে কেবল একটি টোকেন এর জন্য?
হ্যাঁ, এটাই করছে। কথায় আছে, ‘শখের তোলা লাখ টাকা’। অনেকটা তেমনই।
তাহলে আপনি কি চাইলে এই নিউজটি কিনতে পারবেন এনএফটি এর দ্বারা? না। তবে টেকনিক্যালি ডিজিটাল যেকোনো কিছুই বিক্রিযোগ্য তথা এনএফটি করা সম্ভব। এটাও সম্ভব, যদি নিলামে তোলা হয় আরকি!
তো কোথায় বিক্রি হয় এই এনএফটি?
অনেক মার্কেটপ্লেসেই এনএফটি বিক্রি হয় এবং ক্রয়ের সুযোগও থাকে। OpenSea, Rarible, Grimes’ choice এবং Nifty Gateway এমনই কিছু মার্কেটপ্লেস।
জোবায়ের হোসেন সামস/ নিজস্ব প্রতিবেদক