বাংলাদেশি তরুণ উদ্যোক্তা এবং Science Bee এর প্রতিষ্ঠাতা মবিন সিকদার ‘ওয়াইইএফ গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২১’ জিতেছেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অসামান্য অবদান রাখায় রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে অনলাইন এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বিশ্বের ৪০টি দেশের ৫০০ এর বেশি প্রতিযোগী এই সম্মানসূচক আন্তর্জাতিক অ্যাওয়ার্ডটির জন্য আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন দেশের ১৪ জন তরুণ চেঞ্জমেকারকে ‘রাইজিং ইমপ্যাক্ট ইয়ুথ’ ক্যাটাগরিতে এবং সর্বোচ্চ সম্মাননা হিসেবে ৩ জন চেঞ্জমেকারকে ‘Grand Global Jury Commendation‘ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
জ্যামাইকা এবং মঙ্গোলিয়ার দুই তরুণের পাশাপাশি একমাত্র বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ সম্মাননা Grand Global Jury Commendation ক্যাটাগরিতে “Young Global Changemaker Award” অ্যাওয়ার্ডটি অর্জন করেন মবিন সিকদার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪র্থ লক্ষ্য ‘কোয়ালিটি এডুকেশন’ অর্জনে ভূমিকা রেখেছেন তিনি।
‘Science Bee’ মূলত বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞান ভিত্তিক অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূরীকরণে মবিন সিকদার ২০১৮ সালের ৩১ মে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইতোমধ্যে তার প্রতিষ্ঠিত সংগঠনটি ‘ওয়াইএসএসই গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ড’ এবং ‘বিওয়াইএলসি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১‘ অর্জন করেছে।
অ্যাওয়ার্ড পাওয়া প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে মবিন সিকদার বলেন, যেকোনো ধরনের প্রাপ্তিকে আমি অনেক বড় করে দেখি। এটি আমার প্রথম আন্তর্জাতিক পুরস্কার। যার কারণে খুশির মাত্রাটা অন্য যেকোনো সময়ের চেয়েই অনেক বেশি৷ এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাকে আরও বেশি করে অনুপ্রেরণা দিচ্ছে।
The Financial Express News on it- Two Bangladeshis win Young Global Changemakers Award 2021
একেকটা স্টেপ, চ্যালেঞ্জ, অ্যাওয়ার্ড আমাকে মনে করিয়ে দেয় আরও বেশি করে কাজ করতে হবে। যেই স্বপ্ন নিয়ে আমি সায়েন্স বি প্রতিষ্ঠা করেছিলাম, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি আরও দৃঢ়ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাবো। আমার কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে যেন শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় অংশগ্রহণ করেন, দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেন, সেই প্রত্যাশাই করি, বলেন তিনি।
Popular News Media Cablgram Posted-
The Young Global Changemakers Award- 2021, which has been introduced by YEF Global to celebrates young individuals who inspired change through tangible action for the Sustainable Development Goals, recognized Mobin Sikder of Bangladesh in the Grand Global Jury Commendation category for his work promoting Quality Education under the Sustainable Development Goal- 4, said a press release.
A total of 17 Young Changemakers of 14 countries have been recognized this year for acting as a positive change catalyst in their local community and for their outstanding contributions towards advancing the 2030 agenda and the SDGs. The 2021 YGC Award attracted more than five hundred nominees from over 47 countries around the world. The award was divided into two categories. They were ‘Rising Impact Maker’ and ‘Grand Global Jury Commendation’. 14 changemakers were awarded in the ‘Rising Impact Maker’ category and only 3 were awarded the highest honor ‘Grand Global Jury Commendation’. Mobin Sikder was the only Bangladeshi to receive the award in this year’s Grand Global Jury Commendation category.
Science Bee is one of the largest Science-based educational platforms which is working hard to popularize science education in Bangladesh so that students can come out from mere bookish knowledge and they can easily understand science. Meanwhile, more than 0.65 million or 650K students are well-connected with Science Bee Community.
They have also created Bangladesh’s largest science-based website with unique features like Daily Science, Bee Blog, Q&A. They are also explaining hard science topics in an easy way through Live-action drama and animation. Moreover, they have published 2 e-books. One of them is Bangladesh’s first e-book written on Rocket Engineering.
For their extraordinary contribution in ‘Quality Education’ and ‘Volunteerism’, they have already received the ‘YSSE Global Education Award’ and ‘BYLC Volunteer Awards 2021’.
“These young awardees show how youths are leading the way and coming up with innovative solutions needed to rebuild our communities and nations,” said Hania Tabet, Head of Sustainability Engagement & Community Impact of Airbus while congratulating the awardees. Kazi H. Robin, Co-founder of YEF Global urged the awardees not to rest on their oars but continue to exhibit a high sense of responsibility and commitment as global citizens. Dr. Dave Dowland, Registrar of Brac University, Stephen King, Lecturer of Middlesex University Dubai, Amanda White, Vice President of PSI Middle East and Africa were also present as members of the Grand Global Jury of the Award. Due to the current pandemic situation the award conferment ceremony took place online.