অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড – এই বিখ্যাত বইটির কথা আমরা সবাই একটু হলেও শুনেছি। অ্যালিস নামের একটি মেয়ের ঘুমের ভেতর এক অজানা জায়গায় যাওয়া এবং সেখানে তার অদ্ভূত সব অভিজ্ঞতার কথা বলা হয় এই গল্পে। কিন্তু আপনি কি জানেন, অ্যালিসের গল্প যে বাস্তবে উঠে এসেছে?
মনোবিজ্ঞানের জগতে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম (এডব্লিউএস) বলে একটি রোগ আছে, যাতে আক্রান্ত রোগীদের অনেকটা অ্যালিসের মতোই অভিজ্ঞতা হয়। চলুন এটি নিয়ে বিস্তারিত জেনে আসি।
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম একটি দূর্লভ মানসিক ব্যাধি। এর ফলে রোগীদের বাস্তব দৃষ্টিভঙ্গি মাঝে মাঝে কিছু সময়ের জন্য বিকৃত হয়ে যায়। যেমন, হঠাৎ তাদের নিজেদের কাছে মনে হয় যেন তাদের কোন অঙ্গ বা পুরো শরীরটাই স্বাভাবিকের চাইতে অনেক বড় বা ছোট হয়ে গিয়েছে। অথবা আশেপাশের কোনও আসবাবপত্রও অস্বাভাবিকভাবে ছোট-বড় হয়েছে বা সেটার জায়গা থেকে সরে অনেক দূরে বা কাছে চলে এসেছে।
যদিও মনে হতে পারে যে এরকম ব্যাপার তো আমাদের সবার সাথেই এক-দুইবার হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সাধারণত যা হয় তা হচ্ছে এক মুহুর্তের মনের ভুল। কিন্তু এ রোগে ভোগা রোগীদের ক্ষেত্রে ব্যাপরটি এতো ঘনঘন হয় এবং তার তীব্রতা এতো চরমে পৌঁছায় যে সেটি মানসিক রোগের পর্যায়ে চলে যায়।
আপাতদৃষ্টিতে এ রোগের কথা শুনে অনেকে এটাকে চোখের ভুল বা হ্যালুসিনেশন ভাবলেও এটি আসলে তা নয়। কীভাবে আপনার মস্তিষ্ক চারপাশ এবং নিজেকে দেখে সেটিই এ সিনড্রোমের মূল কারণ। এটি দৃষ্টি, সংস্পর্শ এবং শ্রবণশক্তিসহ একাধিক ইন্দ্রিয়কে প্রভাবিত করতে পারে।
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম-এর অভিজ্ঞতা মূলত বাচ্চা এবং তরুণদের হয়। বয়সের সাথে সাথে অধিকাংশ সময় এটি চলে গেলেও কেউ কেউ প্রাপ্তবয়ষ্ক হয়েও এতে ভুগতে থাকেন। এডব্লিউএস- এর এক একটি এপিসোড কয়েক মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত চলতে পারে। এ সময়ে রোগী মাইগ্রেন, বস্তুর আকার এবং দুরত্বে তারতম্য, সময় খুব দ্রুত বা ধীরে যাওয়া অথবা চলাচলের নিয়ন্ত্রণ হারাতে পারেন।
হাসনাত রিফা/নিজস্ব প্রতিবেদক