এবারও অন্যান্য ব্র্যান্ডকে পিছনে রেখে প্রথম স্থান অধিকার করে নিয়েছে স্যামসাং। Canalys রিসার্চ রিপোর্ট বলছে, স্মার্টফোনের বিক্রিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে এই কোম্পানি। ২ নম্বর স্থানে আগে অ্যাপল থাকলেও এবার সেই জায়গা দখল করেছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। ১৭% শিপমেন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি । বরাবরের মতো প্রথম অবস্থানে রয়েছে স্যামসাং ১৯% শিপমেন্ট নিয়ে।
তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল। তাদের দখলে রয়েছে ১৪ শতাংশ মার্কেট শেয়ার। তবে শাওমি ছাড়াও এবার স্মার্টফোনের বিক্রিতে উত্থান হয়েছে Oppo ও Vivo এই দুই কোম্পানির। দুজনের দখলেই রয়েছে ১০ শতাংশ করে মার্কেট শেয়ার।
Canalys‘ এর রিসার্চ ম্যানেজার Ben Stanton এর ভাষ্যমতে যেখানে মহামারীতে বিশ্বব্যাপী প্রত্যেকটা কোম্পানি তাদের পণ্য সরবরাহতে হিমশিম খাচ্ছে, সেখানে শাওমি পুরোদমে নিজেদের পরবর্তী লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, খুব তাড়াতাড়ি প্রথম স্থান দখল করে ফেলবে। তিনি আরও বলেন যে শাওমি খুব দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, লাতিন আমেরিকায় শিপমেন্ট বেড়েছে পূর্বের তুলনায় চারগুণের মতো, আফ্রিকায় ১৫০% পশ্চিম ইউরোপে বেড়েছে ৫০%।
অ্যাপল-এর তুলনায় প্রায় এক তৃতীয়াংশ বিক্রয় মূল্যের রেট নিয়ে শাওমি এখনো বাজারের শীর্ষ কোম্পানির তালিকায় অবস্থান করছে।
তবে টপ ৫ স্মার্টফোন কোম্পানির মধ্যে শাওমির গ্রোথ রেট চোখে পড়ার মতো। শাওমি এখানেও ৮৩% গ্রোথ রেট নিয়ে প্রথমেই অবস্থান করছে। গ্রোথ রেটের ক্ষেত্রে অ্যাপলের রেট সর্বনিম্ন, অ্যানুয়াল গ্রোয়িং শিপমেন্টে এর রেট মাত্র ১%। আরো দুটি চাইনিজ টেক- জায়ান্ট ও রয়েছে এই সেরা পাঁচ তালিকায়, ১০% শেয়ার নিয়ে Vivo ও Oppo এরই মধ্যে উঠে এসেছে সেরা পাঁচে। তবে আমেরিকায় ব্যান হওয়াতে হুয়াওয়ের পতন হয়েছে বেশ।
২০১০ এর এপ্রিলে প্রতিষ্ঠিত এই শাওমি শুধু স্মার্টফোনেই সীমাবদ্ধ থাকছে না। মার্চে ঘোষণা অনুযায়ী এটি ১০ বিলিয়ন ডলার ইনভেস্ট করছে নতুন স্মার্ট Electric-Vehicle ইউনিটে।
মিথিলা ফারজানা মেলোডি/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ দ্য বিজনেস ইনসাইডার