পূর্বপুরুষেরা আকাশে নাচানাচি করে তাই কি আকাশের রং বদলে যায়? পৃথিবীর এক বিস্ময়কর আচরণ হলো অরোরা। যা এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী। বাংলায় একে বলা হয় মেরুজ্যোতি।
আরোরা নিয়ে প্রাচীনকালে অনেক উপকথা চালু ছিল। যেমন, নর্স উপকথা অনুসারে আরোরা হল ঈশ্বরের সৃষ্টি সেতু। আবার কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষ আছে যারা মনে করেন তাদের পূর্বপুরুষেরা আকাশে নাচানাচি করে তাই আকাশের রং বদলে যায়।
আমাদের থেকে প্রায় ৯.৩ কোটি মাইল (প্রায় ১৫ কোটি কিলোমিটার) দূরে অবস্থিত, সৌরঝড়ে চার্জিত কণা (প্লাজমা) মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে এসব কণা পৌঁছালে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডল এর সাথে প্রতিক্রিয়া করে। যখন সূর্যের চার্জিত কণাগুলো আমাদের পৃথিবীর বায়ুমন্ডলের অণু-পরমাণুকে আঘাত করে তখন সেই চার্জিত কণাগুলো বায়ুমন্ডলের অণু-পরমাণুগুলোকে আন্দোলিত করে এবং উজ্জ্বল করে তোলে।
পরমাণু আন্দোলিত হওয়ার অর্থ হলো এই যে, যেহেতু পরমাণু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে আবর্তনকৃত ইলেক্ট্রন দ্বারা গঠিত তাই যখন সূর্য থেকে আগত চার্জিত কণা বায়ুমণ্ডলের পরমাণুকে আঘাত করে তখন ইলেক্ট্রনগুলো উচ্চ শক্তিস্তরে (নিউক্লিয়াস থেকে আপেক্ষিকভাবে অনেকদূরে) ঘুরতে শুরু করে। তারপর যখন আবার কোনো ইলেক্ট্রন নিম্ন শক্তিস্তরে চলে আসে তখন সেটি ফোটন বা আলোতে পরিণত হয়।
পৃথিবীর দুই চুম্বকীয় মেরুতে এই আলোর নাচন দেখা যায়। উত্তর গোলার্ধের সৃষ্ট অরোরা কে বলা হয় Aurora borealis বা Northern lights। দক্ষিণ গোলার্ধের সৃষ্ট অরোরা কে বলা হয় Aurora Australis বা Southern lights। আলোর পরিমাণ মূলত আগত কণার সংখ্যা এবং তাদের শক্তির উপর নির্ভর করে। এই আলোর মধ্যে সাধারণত সবুজ, গোলাপি, সাদা, লাল ও হলুদ রং মিশে থাকে।
অরোরা দেখা যায় এমন ১০টি দেশের নাম:
১. আইসল্যান্ড
আইসল্যান্ডে উত্তরের আলো দেখার সেরা সময় সেপ্টেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। রাতগুলো তখন উত্তরের আলো দেখার জন্য আদর্শ থাকে। আইসল্যান্ডে শীতকালে মাত্র ৪-৫ ঘণ্টা দিনের আলো থাকে।
শীতের মাঝামাঝি সময়ে এখানে আসার আরেকটি সুবিধা হলো এসময় পুরো আইসল্যান্ড বরফের চাদরে ঢেকে থাকে। তাই সেসময় এখানে স্ফটিক নীল বরফের গুহাগুলো অন্বেষণ করা যায়, যা বিশ্বব্যাপী শুধুমাত্র কয়েকটি জায়গায় পাওয়া যায়।
২. গ্রিনল্যান্ড
গ্রিনল্যান্ড মানেই যে দেশটির পুরোপুরি সবুজ, তা কিন্তু নয়। প্রকৃতপক্ষে, দ্বীপের ৮০ শতাংশ বরফে আচ্ছাদিত। স্থানীয়রা নর্দান লাইটকে আর্সারনেরিট বলে, যার অর্থ বল খেলা। সাধারণত গ্রিনল্যান্ডে সারা বছরই উত্তরের আলো দেখা যায়। কিন্তু এগুলো নিকষ অন্ধকার আকাশে ভালো দেখা যায়। সেপ্টেম্বরের শেষ থেকে মার্চ বা এপ্রিল পর্যন্ত সেগুলো সবচেয়ে ভালোভাবে দেখতে পারা যায়।
৩. কানাডা
কানাডার উত্তরাঞ্চল ‘অরোরা ওভাল’ দ্বারা আচ্ছাদিত। তাই এখানে উত্তরের আলো দেখার সুযোগ পাওয়া যায়। কানাডায় ডিসেম্বর থেকে মার্চ মাসে শীতকাল। এসময় রাত ১০টা থেকে ২টা পর্যন্ত কানাডার যেকোনো শহর বা প্রদেশ থেকে উত্তরের আলো দেখা যেতে পারে।
৪. নরওয়ে
নরওয়ের উত্তরাঞ্চলে শীতকালে (২১ সেপ্টেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত) উত্তরের আলো দেখার আদর্শ সময়। উত্তরের আলো দেখার জন্য ট্রমসোকে বিশ্বের অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, নারভিক অঞ্চলটিও উত্তরের আলো দেখার একটি আদর্শ স্থান। নর্দার্ন লাইটস এক্সপ্রেসে চড়ে আপনি শহরের আলোক দূষণ থেকে অনেক দূরে পাহাড়ের ওপরে বিশ্বের সবচেয়ে উত্তরের রেললাইনে মোহনীয় এই আলো উপভোগ করতে পারবেন।
৫. সুইডেন
নরওয়ে থেকে সীমান্তের ঠিক ওপারে আবিস্কো গ্রাম উত্তরের আলো দেখার অন্যতম সেরা জায়গা। সেপ্টেম্বরের শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত শীতকালে সুইডেনের উত্তরাঞ্চলে উত্তরের আলো দেখা যায়। সুইডেনের অরোরা স্কাই স্টেশন হলো একটি পাহাড়ের চূড়ার মানমন্দির, ‘উত্তর আলো দেখার জন্য পৃথিবীর সেরা জায়গা’ বলা হয় এটিকে।
৬. ফিনল্যান্ড
স্ক্যান্ডিনেভিয়ান ফিনিশ ল্যাপল্যান্ডে অসাধারণ উত্তরের আলো দেখা যায়। আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত রোভানিমি তুষার-বোঝাই মরুভূমির প্রতীক। সেপ্টেম্বর-এপ্রিল মাসে এখানে উত্তরের আলো দেখা দেখার সর্বোত্তম সময়।
৭. স্কটল্যান্ড
স্কটল্যান্ডে নর্দান রাইটস বা উত্তরের আলো দেখার চমৎকার সুযোগ স্কটল্যান্ডে এ আলোকে মিরি ডান্সার বলা হয়। শরৎ ও শীত ঋতুর দীর্ঘসময় অন্ধকার ও মেঘমুক্ত রাত এ অঞ্চলে উত্তরের আলো দেখার জন্য আদর্শ।
৮. যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্য থাকলেও, কেবল উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে উত্তরের আলো দেখা যায়। উত্তর কানাডার মতোই মরুভূমি ও আলো দূষণ কম থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তরের আলো দেখার সেরা জায়গা আলাস্কা। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে উত্তরের আলো দেখার আদর্শ সময়।
৯. রাশিয়া
রাশিয়ার বেশিরভাগ অংশ আর্কটিক সার্কেলের উত্তরে উচ্চ-অক্ষাংশ অঞ্চলে অবস্থিত। রাশিয়ায় উত্তরের আলো দেখার জন্য বছরের সেরা সময় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মার্চের শেষের দিকে।
১০. ডেনমার্ক
ডেনমার্ক উত্তরের আলো দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। যে রাতে উত্তরের আলো দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সে রাতে শহরগুলো দুই ঘণ্টার জন্য রাস্তার আলো বন্ধ করে দেয়, তাই শহর থেকেও উত্তরের আলো দেখা যায়। ডেনমার্কে উত্তরের আলো দেখার সেরা সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে।
প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে অরোরা অন্যতম। এর মোহনীয় আলোর নাচন আমাদের মনে প্রশ্ন জাগায়, আমাদের বিশ্বাস ও কল্পনাকে প্রজ্বলিত করে। আমরা যখন এই আলোর খেলায় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তখন প্রকৃতির অপার সৌন্দর্য ও রহস্যের কাছে নিজেদের ক্ষুদ্রতা অনুভব করি। অরোরা আমাদের বিজ্ঞান ও শিল্পের সীমানা ছাড়িয়ে এক অনন্য অনুভূতির জগতে নিয়ে যায়, যেখানে আমরা শুধু দর্শক নই, বরং এই মহাবিশ্বের এক অংশ।
খাদিজাতুজ মিম / অতিথি প্রতিবেদক
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, স্পেস.কম