খেলার মাঠেও যেমন সে পারদর্শী, মাঠের বাইরে ও ঠিক তেমনি বিখ্যাত ব্যক্তিত্ব। হ্যাঁ বার্সেলোনা তারকা মেসির কথাই বলা হচ্ছে। Orcam
শুধু তাই নয় বরং চশমাটি টেক্সটকে শব্দে রূপান্তরিত করতেও পারবে। এককথায় চশমাটি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য হয়ে উঠবে একরকমের স্বর্গীয় উপহার। সকল ডিভাইসসহ চশমাটির মূল্য প্রায় ৪ হাজার ২০০ পাউন্ড এর মত।
ওরক্যাম এক বিবৃতিতে মেসি বলেন, “এটা পরিষ্কার যে, এটা হবে জীবন পরিবর্তনকারী ডিভাইস। ওরক্যামের শুভেচ্ছাদূত হতে পেরে আমি গর্বিত। সত্যিকার অর্থে এটা অনেক দিক থেকেই পরিবর্তন বয়ে আনবে।”
|
ছয় বছর বয়নে ‘রড কন ডিস্ট্রোফি’ রোগের জন্য চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন পুলি। ‘ওরক্যাম মাই আই’ চশমা তাকে লেখা, বিভিন্ন বস্তু এবং লোকের কথা বুঝতে সাহায্য করবে। উত্তর লন্ডনের ছেলে পুলি এখন ইংল্যান্ডে দৃষ্টি প্রতিবন্ধী দলের সঙ্গে আছে। ইংল্যান্ড থেকে শুধু পুলিকেই বেছে নেওয়া হয়েছে। তার মতো প্রেরণাদায়ক কাজ করে চলা আরও কিছু দৃষ্টিশক্তি হারানোদের বেছে নেওয়া হয়েছে উরুগুয়ে, ব্রাজিল, স্পেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও জাপান থেকে।