ক্যারোলিন্সকা ইন্সটিটিউটে অনুষ্ঠিত নোবেল এসেম্বলিতে এবার অর্থ্যাৎ ২০২১ সালের ফিজিওলজি অথবা মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপুটিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিস্কারের জন্য এবার নোবেল পুরস্কার পান এই দুই বিজ্ঞানী। (নোবেল পুরস্কার ২০২১)
এই যুগান্তকারী আবিস্কারের মাধ্যমে আমরা বুঝতে পারবো গরম, ঠান্ডা অথবা স্পর্শের অনুভূতি কিভাবে, কতটুকু স্নায়ুকে ট্রিগার করে। আমরা এতোদিন এগুলোকে অনেকটাই “Taken for Granted” ভেবে আসছিলাম।
ডেভিড জুলিয়াস ক্যাপসাইসিন ব্যবহার করেন, (এটি মরিচ থেকে প্রাপ্ত একটি তীব্র গন্ধযুক্ত যৌগ) যা শরীরে প্রদাহ সৃষ্টি করে, ত্বকের স্নায়ু প্রান্তে উক্ত সেন্সর শনাক্ত করে যা তাপের প্রতিক্রিয়া জানায় যে এটি কিভাবে কাজ করছে।
আর্ডেম পাতাপুটিয়ান চাপ-সংবেদনশীল কোষ ব্যবহার করে একটি নতুন ধরনের সেন্সর আবিষ্কার করে যা ত্বক এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর উদ্দীপনায় সাড়া দেয়।
ইতোমধ্যে এই যুগান্তকারী আবিষ্কার গুলোর গবেষণা কার্যক্রম চালু হয়েছে, যার ফলে আমাদের স্নায়ুতন্ত্র কীভাবে তাপ, ঠান্ডা এবং যান্ত্রিক উদ্দীপনা অনুভব করে তা আমরা সহজেই বুঝতে পারি।
আরও বিস্তারিত জানতে পড়ুন এখানে। প্রতিবেদকঃ মবিন সিকদার